«

»

অক্টো. 01

প্রোগ্রামিং ছাড়া ওয়েবসাইট – লেকচার ২ – ডোমেইন কি ?

 ডোমেইন কি ?

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]

এই কোর্স এর জন্য একটা গুগল লাইভ ইভেন্ট করা হবে ৩রা অক্টোবর। বাংলাদেশী টাইম রাত ৮ থেকে রাত ৯টা।  ইভেন্ট এর লিংক : goo.gl/pwd2aZ

কোর্স ফলো করতে যেয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, ইভেন্ট এ উত্তর দেয়ার যথা সম্ভব চেষ্টা করা হবে। প্রশ্ন হতে হবে শুধু এই কোর্স সম্পর্কিত। 

পূর্বের লেকচার :  কোর্সের বিষয় আলোচনা

                  পরবর্তী লেকচার : হোস্টিং কি কাজে লাগে?

 

 

কোর্সটি শুরু করেছি গল্প আকারে :

বন্ধু: আচ্ছা দোস্ত, ওয়েবসাইট বানাইতে না হয় প্রোগ্রামিং জানা লাগবে না। কিন্তু ওয়েবসাইট বানাইতে গেলে কি কি দরকার ?

আমি : ও , তাহলে তোরে আগে বুঝাতে হবে, ওয়েবসাইট বানাতে কি কি দরকার ? অনেক কিছুই দরকার।  কিন্তু প্রথমে তোরে বুঝতে হবে ওয়েবসাইট এর মধ্যে কি কি থাকে ? এই ধর ওয়েবসাইট বানাতে গেলে ফার্স্ট এ একটা ডোমেইন নাম লাগবে, তারপরে হোস্টিং, আর এই ডোমেইন নাম দেখার জন্য ইন্টারনেট লাগবে। থ্রি জি ইন্টারনেট।

আমার বন্ধুর  মাথা চুলকাচ্ছে। আর চিন্তা করছে, আমি এগুলা কি বললাম তার সাথে 🙂 – ডোমেইন, হোস্টিং, ইন্টারনেট। ইন্টারনেট তো সহজেই বুঝা গেল।

তাহলে চলুন দেখা যাক হোয়াট ইজ লাভ ? থুক্কু হোয়াট ইজ ডোমেইন ?

দেখতে থাকুন ওয়েবসাইট বানানো নিয়ে মজার মজার ভিডিও।

 

Website :: digitaloy.com

Facebook Page ::  www.facebook.com/digitaloy

Facebook Group :: ডিজিটালয়

Comments

comments

About the author

মো: সাজ্জাদুল ফারুক রবিন

Leave a Reply