«

»

অক্টো. 21

জাভা/এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট – লেকচার ১ – (কোর্সের ওভারভিউ এবং হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম)

[কোর্সের মূল পাতা | রেজিস্ট্রেশন লিংক]

বিবরণ:

জাভা ও এন্ড্রয়েড কোর্সের প্রারম্ভিক লেকচারে সবাইকে স্বাগতম। আজকের লেকচার এ কোর্সে  মূলত কয়টি লেকচার থাকবে কি কি বিষয়ে শেখা হবে কাদের জন্যে এই কোর্স এবং প্রোগ্রাম কেমন করে কাজ করে, কোন অংশ দিয়ে কি বুঝায় ও সবশেষে কেমন করে নিজের নাম ইনপুট দিলে কম্পিউটার

“হ্যালো !! ___“আপনার নাম “___”

আউটপুট দিবে এমন একটি প্রোগ্রাম লেখার কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে।

এছাড়াও যারা একেবারেই নতুন, তাদের সুবিধার্তে প্রয়োজনীয় সফটওয়্যার যেমন Eclipse কেমন করে ইনস্টল ও কনফিগার করতে হয় ও কম্পিউটার কে Java প্রোগ্রাম চালানোর জন্যে প্রস্তুত করতে হয় তাও দেখিয়ে দেওয়া হয়েছে।

 

স্যাম্পল কোড :

[প্রথমে ভিডিও টি দেখে অনুশীলন এর সময় স্যাম্পল কোড দেখে সাহায্য নিতে পারেন। তার আগে এটা  নিয়ে বিচলিত হবার কিছু নেই 🙂 ]

[ সোর্স কোড – Dropbox ]

সোর্স কোড -Google Docs ]

লেকচার ২ – (Variable, Data type, Method, Operator, Array ও প্রাকটিস) ]

লেকচার ৩ – (String, Multidimensional Array, if-then-else, switch, conditional operator ও প্রাকটিস) ]

লেকচার ৪ – (return type, while, do-while,for loop,try-catch-finally block ও প্রাকটিস ) ]

প্রশ্নোত্তর-১ ]

লেকচার ৫ – Class, Object, Inheritance, public, private, static, protected ইত্যাদি]

[ লেকচার ৬ – (Package, interface, Inheritance, Protected ও Class নিয়ে আলোচনা ]

লেকচার ৭ – Thread ও Debugging নিয়ে আলোচনা ]

লেকচার ৮ – Runnable ও File input output নিয়ে আলোচনা, Android ADT প্রস্তুতি ]

লেকচার ৯ – (Android-১) ]

লেকচার ১০ – (Android-২ লিস্ট ভিউ, Toast, List adapter) ]

লেকচার ১১  – (Android Game Development-১) ]

java-logo-vector

[কারো PC , MAC বা LINUX এ JVM, JDK, JRE বা No Virtual Machine Found এই ধরনের কোনো মেসেজ আসলে নিচের লিংক থেকে প্রয়োজনীয় সফটওয়্যারটি ডাউনলোড করে নিবেন]

[ডাউনলোড লিংক]

Comments

comments

About the author

Zulkarnine Mahmud

আমি জুলকারনাইন বর্তমানে কোরীয় সরকার প্রদত্ত বৃত্তি নিয়ে দক্ষিন কোরিয়ার Dong-A ইউনিভার্সিটি তে মেকানিকাল ও কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ৩য় বর্ষে পড়ছি। এর আগে রাজশাহী ক্যাডেট কলেজ থেকে SSC ও HSC পাস করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর স্থাপত্য বিভাগে কিছুদিন পড়াশুনা করেছি।

website: (www.zulkarnine.com)

Leave a Reply