শিক্ষক হতে চান?

আপনি কি শিক্ষক.কম সাইটে কোনো একটি কোর্স পড়াতে চান?

আপনাকেই খুঁজছি আমরা!

 

কী বিষয়ের উপরে কোর্স?

আসলে আমরা সব বিষয়ের উপরেই কোর্স এখানে পড়ানোর সুযোগ রাখছি। অর্থাৎ বিজ্ঞান, প্রকৌশল, কলা, বাণিজ্য, সমাজবিজ্ঞান, ইতিহাস, ভাষা, সঅব কিছুই এখানে আপনি পড়াতে পারবেন।

(শিক্ষক.কম একটি অবাণিজ্যিক সাইট যেখানে পড়তে বা পড়াতে কারোরই কোনো বাধা নেই।এখানকার সব কোর্স সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যের)।

 

কোন পর্যায়ের কোর্স?

বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি স্কুল পর্যায়ের কোর্স সবই এখানে পড়ানো যাবে। আর প্রথাগত শিক্ষা ছাড়াও অন্যান্য বিষয়, যেমন চাকুরিজীবীদের জন্য বা রান্নার জন্যও এখানে কোর্স পড়াতে পারবেন।

মোদ্দা কথা আপনি নিজে যা জানেন, তা অন্যকে শেখাতে চাইলে সেটাই যথেষ্ট!!

 

কী করতে হবে?

এখানে কোর্স পড়াতে হলে চটপট নিচের জিনিষগুলো তৈরী করে ফেলুন, তার পর পাঠিয়ে দিন রাগিব হাসানের কাছে। (ইমেইল ঠিকানা ragibhasan অ্যাট gmail.com, ফেইসবুক আইডি http://www.facebook.com/ragibhasan )

  • ১) কোর্সের শিরোনাম
  • ২) কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা (১/২ প্যারাগ্রাফ)
  • ৩) কাদের জন্য কোর্স? (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সবার জন্য)
  • ৪) কোর্সে কয়টি লেকচার থাকবে?
  • ৫) লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস
  • ৬) কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?
  • ৭) (সম্ভব হলে) কোর্সের বর্ণনা দিয়ে বানানো একটি ইউটিউব ভিডিও।
  • ৮) কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি (১ প্যারাগ্রাফ)

এই তথ্যগুলো পাঠানোর পরে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং পরবর্তি ধাপগুলো জানিয়ে দেয়া হবে ইমেইলের মাধ্যমে।

আসুন, বাংলা ভাষায় ছড়িয়ে দেই জ্ঞানের আলো।

দয়া করে এই পাতার শর্টলিংকটি (http://wp.me/P2CM2f-4R) শেয়ার করুন সবার সাথে।

Comments

comments

4 comments

Skip to comment form

  1. shahidul islam

    হ্নীলা স্কুলের impo ফাইল

  2. shahidul islam

    অফিসহকারি হ্নীলা হাই স্কুল

  3. MD OLIULLAH MIRDHA

    this page is very good

  4. Masud Rana

    Website Vs Mobile

Leave a Reply