ওয়েব ডেভেলপমেন্ট – HTML, CSS, PHP, MYSQL, Javascript

১) কোর্সের শিরোনাম

ওয়েব ডেভেলপমেন্ট – HTML, CSS, PHP, MYSQL, Javascript

নিবন্ধনের লিংক

 

২) কোর্সের সংক্ষিপ্ত বর্ণনা

ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য HTML , CSS জানা জরুরি। PHP অনেক সহজে শেখা যায়।  PHP তে অনেক বেশি ফ্রীলান্সিং কাজ পাওয়া যায় freelancer.com, odesk.com এ। এই কোর্স এ বেসিক ডেভেলাপমেন্ট এর পাশাপাশি অনুশীলন ও করব।  PHP এর সাথে এই কোর্স এ জাভাস্ক্রিপ্ট এবং MySQL এর কিছু বেসিক দেখানো হবে। কোর্স শেষে একটা পরিপূর্ণ ওয়েবসাইট ডেভেলপ করা হবে।

 

৩) কাদের জন্য কোর্স?

সবার জন্য – অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট করার ইচ্ছা থাকতে হবে।

 

৪) কোর্সে কয়টি লেকচার থাকবে?

১০+  প্রতি সপ্তাহে ২ অথবা তার চেয়ে বেশি কোর্স থাকবে।

 

৫) লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস

 #### HTML  ####
## END of HTML ####
৩১. CSS কি ?

৬) কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?

কোর্সটি  ৩০শে মার্চ, ২০১৬ থেকে শুরু হবে। এই কোর্স ২ মাস চলবে।

 

৭) কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি

আমি মো: সাজ্জাদুল ফারুক রবিন, BUET  থেকে ২০০৭ সালে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গ্রাজুয়েশন করেছি। বর্তমানে Mitel এ Software Developer হিসেবে কর্মরত আছি।

Comments

comments

Leave a Reply