(A course offered under the HEQEP Project CP-2080 being implemented at CSE, BUET)
এই কোর্সে যারা নিবন্ধন করবেন এবং কোর্স শুরু ও শেষের সার্ভে/কোর্স এসাইনমেন্ট জমা দিবেন, তাদেরকে সিএসই বুয়েটে বাস্তবায়নাধীন হেকেপ উপ-প্রকল্প সিপি-২০৮০ (HEQEP Project CP-2080) ও শিক্ষক.কম এর পক্ষ থেকে কোর্স কম্প্লিশন সার্টিফিকেট দেয়া হবে। বিস্তারিত কোর্সের মূল পাতায় দেখুন।
কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক
লেকচার ১ (ক)- শুরুর আগে:
এই সেশনে নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছেঃ
১) বিভিন্ন মোবাইল এপ্লিকেশন প্লাটফর্ম (যেমনঃ আইফোন, এন্ড্রয়েড, ব্ল্যাকবেরী, উইন্ডোজ ফোন ইত্যাদি)
২) এন্ড্রয়েড প্লাটফর্ম-এ এপ্লিকেশন তৈরির সুবিধা
৩) গুগল প্লে স্টোর
৪) Application development trends ইত্যাদি।
যারা খুব দ্রুত কাজ শুরু করতে চান তারা নিশ্চিন্তে এই সেশনটি স্কিপ করতে পারেন। তবে এই সেশনের স্লাইডটির শেষে কিছু রিসোর্সের লিঙ্ক দেয়া আছে সেটি দেখতে পারেন।
ভিডিওঃ
লেকচার ১(ক): শুরুর আগে: এন্ড্রয়েড প্ল্যাটফর্ম পরিচিতি
লেকচার স্লাইডঃ
লেকচার ১ (খ)- শুরুঃ প্রয়োজনীয় টুলস এবং প্রথম এপ্লিকেশন
এই সেশনে নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছেঃ
১) এপ্লিকেশন ডেভেলপমেন্ট সাইকেল
২) ডেভেলপমেন্ট টুলস পরিচিতি
৩) সেটআপ
৪) হেলো ওয়ার্ল্ডঃ প্রথম এপ্লিকেশন
৫) ইমুলেটরে এপ্লিকেশন রান করা
৬) এপ্লিকেশন স্ট্রাকচার (সংক্ষিপ্ত)
ভিডিওঃ
লেকচার ১ (খ)- শুরুঃ প্রয়োজনীয় টুলস এবং প্রথম এপ্লিকেশন
লেকচার স্লাইডঃ
সোর্স কোড ডাউনলোড: HelloWorld.zip (75956 downloads)
যে কোন প্রশ্ন বা সমস্যা অথবা সাজেশন/ভুলত্রুটি থাকলে কমেন্টে পোস্ট করুন।
ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন।
1 comment
Sami Ashik
নভেম্বর 13, 2016 at 12:43 অপরাহ্ন (UTC -6) Link to this comment
nice brother