ক্যান্সার ন্যানোটেকনলজি

লেকচার-১ I লেকচার – ২ I লেকচার-৩ | লেকচার-৪ | লেকচার-৫  | লেকচার-৬

ক্যান্সার ন্যানোটেকনলজি

ন্যানোটেকনোলজি বা ন্যনোপ্রযুক্তি নিয়েই এই কোর্সটি সাজানো হবে। পুরো কোর্সকে তিনটি ধাপে সাজানো হবে; প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। আমি মূলত প্রানীবিজ্ঞানে ন্যানোপ্রযুক্তির ব্যাবহার, সম্ভাবনা এবং বর্তমান গবেষনার ধারা নিয়েই আলোচনা চালিয়ে যাবো।

 

 

হেপারিন এবং গোল্ড দিয়ে বানানো একটি ন্যানোপারটিকেল যা একি সাথে ক্যান্সার নির্ণয় এবং নিরাময়ে কাজে আস্তে পারে। (কপিরাইট ঝামেলার কারনে চিত্রটি অনুগ্রহ করে কেউ ব্যবহার করবেন না)

হেপারিন এবং গোল্ড দিয়ে বানানো একটি ন্যানোপারটিকেল যা একি সাথে ক্যান্সার নির্ণয় এবং নিরাময়ে কাজে আস্তে পারে। (চিত্র সুত্রঃ Quant Imaging Med Surg 2012;2(3):219-226)

নিবন্ধনের লিংক

এখানে ক্লিক করে কোর্সে নিবন্ধন করুন। 

 

প্রশিক্ষক

মোঃ নুরুন্নবী।

যাদের জন্যে কোর্স

ন্যূনতম কলেজ পাস। জীববিদ্যায় এবং রসায়নে বেসিক থাকলে ভালো । কেমিস্ট, ফার্মাসিস্ট, বায়োলজিস্টদের জন্য এই কোর্সটি বিশেষ কাজে আসবে। বিশেষ করে যারা এই বিষয়ে উচ্চশিক্ষা বা গবেষনা করতে চান তাদের খুব কাজে আসবে বলেই আমার বিশ্বাস।

কোর্সটিতে কতগুলো লেকচার থাকবে?

প্রতিটি টপিকের উপর আলাদা আলদা লেকচার থাকবে। প্রয়োজনে একটি টপিকের উপর একাধিক বা ততোধিক লেকচারো থাকতে পারে। যতদিন সম্ভব হবে এই কোর্সটি চলতে থাকবে। সিলেবাসের বাহিরে বিশেষ কোন বিষয়ে কারো প্রশ্ন থাকলে সেই বিষয়ের উপর আলচনা চলবে।

লেকচারগুলোর বর্ননা বা কোর্স এর সিলেবাসঃ

আমার চ্যাপ্টারগুলোর নাম এখানে দিলাম। যেহেতু এখনো ভিডিও বানানো শুরু করিনি, আমি জানিনা এক একটা চ্যাপ্টার কাভার করতে কত সময় লাগবে। চ্যাপ্টারের শেষেই কুইজ থাকবে। সিলেবাসটা এরকম: (সিলেবাসের মাঝে প্রানীবিঞ্জানের কিছু বেসিক লেকচার আস্তে পারে)
• শুরুর কথা। কোর্স ওভারভিউ। শিক্ষার্থী পুরো কোর্সটি করে কি কি জানতে পারবেন। কাদের কাজে আস্তে পারে, কিভাবে?

  • ন্যানোটেকনোলজি বা ন্যানোপার্টিকেল কি? বায়োমেডিকেলে ন্যানোটেকনোলজির প্রয়োজনীয়তা।

• ক্যান্সার কোষের গঠন (প্রাথমিক ধারনা)।

• ন্যানোমেডিসিন এবং ক্যান্সার নিরাময় এবং নির্নয়ে ন্যানোমেডিসিনের প্র্যয়োজনীয়তা।
• ন্যানোমেডিসিনের বেসিক।একটা ড্রাগ মলিকিউলকে কিভাবে ন্যানোমেডিসিন বানানো যেতে পারে।
• রোগ নির্নয়ে ন্যানোমেডিসিন (বিশদ)।
• ন্যানোমেডিসিনের উপকারিতা এবং অপকারিতা।
• ন্যানোমেসিনের ভবিষ্যত।
• প্রয়জনে আরো চ্যাপ্টার যোগ হবে।

 

কোর্স কবে থেকে শুরু হবে?

সেপ্টেম্বর ২৩ থেকে। আমি প্রতি সপ্তাহে একটি করে লেকচার আপলোড করতে পারবো বলে আশা করছি।

শিক্ষকের পরিচিতি

 

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে ফার্মাসিতে অনার্স করে সেখানেই কিছুদিন শিক্ষকতা করি। কোরীয়ার “চুঞ্জু ন্যাশনাল ইউনিভার্সিটি” থেকে কেমিক্যাল আন্ড বায়োলজিকাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টারস শেষ করে Chunbo Co., Ltd (www.chunbo.net) এ দু-বছর গবেষক হিসেবে কাজ করি। এখন “কোরীয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব ট্রান্সপোর্টেশন” এ ক্যান্সার ন্যানোটেকনোলজিতে পিএইচডি করছি। ২০১২ সালের শুরুর দিকে KB BioMed Inc. (Korea-Bangladesh Biomed Inc.) এর যাত্রা শুরু যার শুরু থেকেই প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছি।

ব্যক্তিগত লিংক

Comments

comments

5 pings

  1. ক্যান্সার ন্যানোটেকনোলজি - লেকচার-১ - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা

    […] পরিচিতিপ্রোটিনের গঠনক্যান্সার ন্যানোটেকনলজিআমাদের কথাশিক্ষক হতে […]

  2. ক্যান্সার ন্যানোটেকনোলজি - লেকচার - ১ - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা

    […] পরিচিতিপ্রোটিনের গঠনক্যান্সার ন্যানোটেকনলজিআমাদের কথাশিক্ষক হতে […]

  3. ক্যান্সার ন্যানোটেকনোলজি – লেকচার – ২ - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা

    […] পরিচিতিপ্রোটিনের গঠনক্যান্সার ন্যানোটেকনলজিমেটাবলিক সিনড্রোম পরিচিতিআমাদের […]

  4. ক্যান্সার ন্যানোটেকনোলজি - লেকচার - ১ - শিক্ষক - বাংলা ভাষায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা

    […] পরিচিতিপ্রোটিনের গঠনক্যান্সার ন্যানোটেকনলজিমেটাবলিক সিনড্রোম পরিচিতিআমাদের […]

  5. ক্যান্সার ন্যানোটেকনোলজি, লেকচার – ৪

    […] [কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক] […]

Leave a Reply