অর্থনীতির মূলনীতি

 

প্রিন্সিপালস অফ ইকোনমিকস

জ্ঞানের  যে কয়টি শাখাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যাপক বলে বিবেচনা করা হয় অর্থনীতি তার একটি। আধুনিক রাস্ট্র, সমাজ ও ব্যক্তিজীবনে অর্থনীতিকে এড়িয়ে চলা  প্রায় অসম্ভব। এ দিকটি লক্ষ্য রেখেই স্নাতক শ্রেণির যে কোন বিষয়েই অর্থনীতি বিষয়ে সাধারণ পাঠদান করা হয়। আমাদের পাঠ্যসূচিও স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের প্রয়োজনের বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। তথাপি আগ্রহী ব্যক্তিবর্গ এই কোর্সটি থেকে উপকৃত-ই হবেন বলে মনে করি।

 

 

কাদের জন্য কোর্সের সময়কালঃ

এই কোর্সটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উপযোগি হবে।সর্বমোট ১৬ টি লেকচারের মাধ্যমে আমরা কোর্সটি শেষ করতে পারব বলে আশা করি।

 

 

সিলেবাসঃ

১। অর্থনীতির সুযোগ পদ্ধতিসমূহঃ  scope & Methods of Economics

অর্থনীতির সংঙ্গা এবং এর সাথে সম্পর্কিত সাধারণ বিষয়গুলো যেমন-scarcity, choice, Efficiency, Production Possibility Frontier ,Major Economic Problems , Economic System ইত্যাদি আলোচনা করা হবে। এ ছাড়াও অর্থনৈতিক বিশ্লেষণে ব্যবহৃত পদ্ধতিগুলো (Positive and Normative Economics) এবং এ ক্ষেত্রে যে ভুল সংগঠিত হয় (Fallacies) তা নিয়েও আমরা আলোচনা করব।

এই বিষয়গুলো আমরা ২ টা লেকচারে সম্পন্ন করতে পারব বলে আশা করি।

 

 

 

২। চাহিদা, যোগান দামঃ Demand, Supply & Price

চাহিদা ও দামের নির্ধারকসমূহ (Determinants of Demand and Supply), চাহিদা ও যোগানের সাধারণ নিয়ম (Law of Demand & Supply), এ দুটি রেখার movement , ভারসাম্য দাম ও পরিমাণ(Equilibrium price and Quantity),চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা (Elasticity of Demand & Supply) ,Change in Demand vs. Change in quantity demanded ইত্যাদি।

এই বিষয়গুলো আমরা ২ টা লেকচারে সম্পন্ন করতে পারব বলে আশা করি।

৩।চাহিদা রেখার গভীরেঃ  In Depth of the Demand Curve

উপযোগের ধারণা (Utililty Concept), ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি (Law of Diminishing Returns),সমপ্রান্তিক উপযোগ বিধি(Equimarginal utility per taka spent), চাহিদা রেখার গঠন (Derivation of Demand Curve), ভোক্তার উপযোগ, উৎপাদকের উপযোগ, মূল্যের ধাঁধা(Paradox of Value), Income Effect-Substitution Effect and price Effect .

৩ টি লেকচারে এ বিষয়গুলো পাঠদান করা হবে।

৪।উৎপাদন ব্যয় সম্পর্কঃ  cost-Output Relationship

স্বল্পকাল-দীর্ঘকাল কি? গড় উৎপাদন, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন, Law of Diminishing Marginal Returns, উৎপাদন রেখা, Returns to Scale, দীর্ঘকালীন গড় ও প্রান্তিক ব্যয় রেখা।

এই বিষয়গুলো আমরা ৩ টা লেকচারে সম্পন্ন করতে পারব বলে আশা করি।

৫। পূর্ণ প্রতিযোগিতাঃ Perfect Competition

পূর্ণ প্রতিযোগিতার বৈশিস্ট্য,স্বল্পকালে মুনাফা সব্বোচ্চকরণ, একক ফার্মের যোগান রেখা, দীর্ঘকালীন ভারসাম্য ইত্যাদি।

এই বিষয়গুলো আমরা ২ টা লেকচারে সম্পন্ন করতে পারব বলে আশা করি।

৬। অপূর্ণ প্রতিযোগিতাঃ  Imperfect Competition

অপূর্ন প্রতিযোগিতার বৈশিস্ট্য, একচেটিয়া ফার্মের উদ্ভবের কারন, Single Price Monopoly, একচেটিয়া ও পূর্ন প্রতিযোগিতার পার্থক্য, Monopolistic competition, Oligopoly.

সর্বমোট ৪ টি লেকচারে এ বিষয়গুলো পাঠদান করা হবে।

 

শুরু প্রয়োজনীয় সপ্তাহঃ

আমি নভেম্বরের ১৫ তারিখ থেকে শুরু করতে পারব। কোর্সটি আনুমানিক ৬ সপ্তাহ বা দেড়মাস সময়ে শেষ হবে।

 

আমার সম্পর্কেঃ

আমি আলাউদ্দিন ফাহাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোওর সম্পন্ন করেছি। অর্থনীতি পড়তে ভালোবাসি এবং এ বিষয়ে পড়াশোনার পরিকল্পনা রয়েছে আরো কিছুদুর। ভালোলাগার বিষয়ের তালিকা অনেক বিশাল। অনলাইনে শিক্ষকতার আগ্রহ এ রকমই ভালোলাগা বিষয়গুলোর সর্বশেষ সংযোজন।শিক্ষক.কম এ আমার সাথে আপনাদের ব্যয়িত সময় ফলপ্রদ হলেই -এ পরিশ্রম অর্থপূর্ণ হবে বলে মনে করি। এ আশা নিয়েই চলুন শুরু করা যাক – প্রিন্সিপালস অফ ইকোনমিকস।

Comments

comments

Leave a Reply