«

»

ফেব্রু. 18

জার্মান ভাষার সহজ পাঠ-লেকচার ৩- সম্ভাষণ, সম্বোধন ও অন্যান্য

 

[ কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ]

 

 

ডাউনলোড: [Lecture-3 ]

 

 

6

হালো, গুটেন টাগ (Hallo, Guten Tag)

হ্যালো শুভদিন/দিনটা শুভ হোক

দ্বিতীয় লেকচারের বাড়ির কাজ ঠিকমত করেছেন তো? বর্ণ এবং তাদের উচ্চারণ নিয়ে আরো কিছু অডিও থাকছে আপনাদের জন্য। পুরোনো লেকচারকে একটু ঝালিয়ে নেয়া যাক। অডিও দুটি মন দিয়ে শুনুন এবং নিজেরাও উচ্চারণ করুন।

 

এবার শুরু করব তৃতীয় লেকচার। সবাইকে সুপ্রভাত, গুটেন মরগেন, (Guten Morgen)

জার্মান ভাষায় কারো সাথে দেখা হলে প্রথমেই বলবেন হালো (hallo)। এরপর দিনের সময় অনুযায়ী শুভেচ্ছা জানাবেন। যেমন সকাল হলে গুটেন মরগেন বা শুধু মরগেন অর্থাৎ সুপ্রভাত।

হ্যালো-(Hallo-হালো)-Hello

সুপ্রভাত-(Guten Morgen-গুটেন মরগেন)-Good morning

এরপরই বাংলায় যেমন আমরা বলে থাকি, কেমন আছেন, জার্মান ভাষায় Wie gehs’t? (ভি গেটস?) উত্তরে আপনি বলবেন ভালো আছি, (ich bin gut) ইস বিন গুট বা শুধু গুট (gut)।

ইংরেজি ভাষায় যেমন কেউ এ ধরনের প্রশ্ন করলে বলা হয় অ্যান্ড ইউ (and you), অর্থাৎ প্রশ্নটার পুনরাবৃত্তি যদি না করতে চান, তবে সংক্ষেপে বলবেন (und du/und Sie) উন্ড দু/ উন্ড জি।

বিদায় জানানোর সময় ইংরেজিতে যেমন বাই(bye) শব্দটি বহুল ব্যবহৃত জার্মান ভাষায় তেমনি চুস (Tschüs)

এবার কিছু শব্দের মানে জানব, যেগুলো কথা বলার জন্য খুব প্রয়োজনীয়।

Ich-ইশ-আমি

du-ডু-তুমি

er-এর-সে (পুং লিঙ্গ)

sie-জি-সে (স্ত্রী লিঙ্গ)

es-এস-এটা (ক্লিব লিঙ্গ)

wir-ভিয়ার-আমাদের

ihr-ইহর-তোমাদের

sie-জি-তাদের

Sie-জি (বড় হাতের এস দিয়ে জি লিখলে সেটা আনুষ্ঠানিকভাবে সম্বোধন, অর্থাৎ আপনি)

 

এবার গুরুত্বপূর্ণ কিছু শব্দ, যা চলাফেরায় খুব কাজে লাগে

Ja-(ইয়া-হ্যাঁ)-Yes

Nein-(নাইন–না)-No

vielleicht-(ফিলাইশ্ট-হতে পারে)-May be

Danke (ডাঙ্কে-ধন্যবাদ)-Thank you

Bitte দয়া করে/প্লিজ-Please (প্লিজ শব্দটি এখন বাংলায় অনেকটা প্রচলিত তাই এটাও লিখছি)

কয়েকটি গুরুত্বপূর্ণ কথা-

কারো প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলতে চাইলে বলবেন,(ja bitte- ইয়া বিটে- হ্যাঁ প্লিজ)

প্রশ্নের উত্তরে যদি ‘না’ বলতে হয় তাহলে বলবেন,(nein danke-নাইন ডাঙ্কে- অর্থাৎ না, ধন্যবাদ।)

যেমন ট্রেনে ব্যাগ উঠাতে হবে, অনেক ভারী পারছেন না, একজন বললেন, Kann ich dir helfen?/কান ইস ডিয়ার হিলফেন (আমি আপনাকে সাহায্য করতে পারি? এবার আপনি সাহায্য চাইলে বলবেন ja bitte-ইয়া বিটে, না চাইলে বলবেন nein danke-নাইন ডাঙ্কে।

এছাড়া ধন্যবাদের উত্তরে bitte (বিটে) বলার প্রচলন আছে ডয়চে। যেমন: আপনি দরজাটা খুলে ধরলেন একজনের জন্য। উনি আপনাকে বললেন Danke (ডাঙ্কে), আপনি বলবেন bitte (বিটে)।

ধন্যবাদ দেয়ারও অনেক ধরণ আছে। যেমন,( ডাঙ্কে শ্যুন Danke schön), আপনি উত্তরে বলবেন-বিটে শ্যুন Bitte schön

অনেক ধন্যবাদ-vielen herzlichen dank (ফিলেন হ্যার্তস্লিশেন ডাঙ্ক) বা vielen Dank (ফিলেন ডাঙ্ক)

স্বাগত-( Willkomen ভিলকমেন)-Welcome

আমি দুঃখিত-(Es tut mir leid-এস টুট মিয়ার লাইড)-I am sorry

প্রিয়-(meine lieben-মাইনে লিবেন)-My dear

শিগগিরই দেখা হবে-(bis bald-বিস বাল্ড)-See you soon.

শুভ সন্ধ্যা (গুটেন আবেন্ড-oguten abend)-Good evening.

শুভ রাত্রি-(গুটে নাখট-gute nacht)-Good night.

সপ্তাহান্ত ভালো কাটুক-(schoenes wochenende-শ্যোনেস ভোখেনএন্ডে)- Have a nice weekend.

সন্ধ্যাটা ভালো কাটুক-(schönen Abend-শ্যোনেন আবেন্ড)-Have a nice evening.

বিদায়-(Tschüs-চুস)-bye

বিদায়-(Auf Wiedersehen-আউফ ভিডারজেহেন)-Good bye

কেমন আছেন?-(Wie gehs’t?-ভি গেৎস)-How are you?

ভালো আছি-(Ich bin gut-ইশ বিন গুট)-I am fine. 

আমার মন খারাপ-(Ich bin so traurig-ইস বিন ট্রাওরিশ)-I am so sad

ক্ষমা করবেন-(Entschuldigung-এনশুলডিগুং)-Excuse me

স্বাস্থ্যের উন্নতি হোক-(gesundheit- গেজুন্ডহাইট)

*কেউ হাঁচি দিলে ইংরেজিতে যেমন বলা হয় bless you, তেমনি ডয়চে বলা হয় gesundheit (গেজুন্ডহাইট)

খাদ্যে রুচি হোক-(guten appetite-গুটেন আপেটিট)-enjoy your meal.

*সবার সাথে খেতে বসেছেন, বা অন্য কেউ খেতে বসেছে বলুন guten appetite (গুটেন আপেটিট)

দয়া করে আর একবার বলবেন?-(wie bitte? ভি বিটে)-

* যদি কারো কোন কথা বুঝতে না পারেন, তবে ইংরেজিতে যেমন প্রশ্ন বা কথাটি আর একবার বলার জন্য বলা হয় sorry?, তেমনি ডয়চে বলবেন  (wie bitte?)

 

শুভেচ্ছা বার্তাঃ

শুভ জন্মদিন-gute zum geburtstag-গুটে সুম গেবুর্ৎসটাগ-Happy Birthday)

শুভ বিবাহবির্ষির্কী-glückliche Ehe Jahrestag (গ্লুকলিশে এহে ইয়ারেসটাগ-Happy marriage anniversary)

অভিনন্দন-herzlichen glückwunsc (হ্যার্ৎলিশেন গ্লুকভুন্স- Congratulations)

শুভ কামনা -viel Gluck (ফিল গ্লুক-Best of luck)

শুভ নববর্ষ-glückliche neues Jahr (গ্লুকলিশে নয়েস ইয়ার-Happy new year)

শুভ বিবাহ-glückwunsche zur Hochzeit/glückliche Hochzeit (গ্লুকভুন্সে সুর হোকসাইট/গ্লুকলিশে হোকসাইট-Happy wedding)

আমি তোমাকে ভালোবাসি-Ich liebe dich (ইশ লিবে ডিশ-I love you)

কেউ যদি আপনাকে বলে Ich liebe dich, উত্তরে যদি বলতে চান আমিও (me too), ডয়চে বলবেন ইশ আওখ (ich auch)

 

 সম্পর্ক

der Bruder-ডের ব্রুডার-ভাই

die Schwester-ডি সোয়েস্টার-বোন

der Vater-ডের ফাটার-বাবা

die Mutter-ডি মুটার-মা

der Grossvater-ডের গ্রোস ফাটার-দাদা/নানা

die Grossmuter-ডি গ্রোস মুটার-দাদি/নানি

der Onkel-ডের ওঙ্কেল-চাচা

die Tante-ডি টানটে-আন্টি

die Kusine-ডি কুজিনে-কাজিন (নারী) যেমন ফুফাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন

(এখানে প্রতিটি শব্দের আগে der, die আছে, এগুলো আর্টিকেল। ডয়েচ ভাষায় আর্টিকেল খুব জটিল, তাই পরে একটি লেকচারে এ বিষয়ে বিস্তারিত জানাবো।)

রঙ

এবার আমরা ডয়েচে রঙ এর নাম শিখবো। নীচে রঙ  এর একটা টেবিল দেয়া হল

color

সোয়ার্ৎস-কালো

ভাইস-সাদা

গেল্ব-হলুদ

ওরানজে-কমলা

ব্লাও-নীল

ব্রাউন -বাদামী

গ্রুন-সবুজ

লিলা-পারপেল বা নীলচে বেগুনী

ভিওলেট-বেগুনী

রোট-লাল

গ্রাও-ধূসর

 

**যে ওমপি থ্রি অডিওগুলো লেকচারের সাথে যুক্ত আছে তাতে এই শব্দগুলো প্রায়ই শুনবেন-

hören- (হোরেন-শোনা)-listen

wieder hören-(ভিডার হোরেন-আবার শুনুন)-listen again

buchstabieren-(বুস্টাবিয়ারেন-বানান করুন )-to spell

এবার হোম ওয়ার্ক বা বাড়ির কাজ। নীচের ছকটি দেখুন। আজকের লেকচার থেকে যে শেখা কয়েকটি শব্দ এখানে আছে। এগুলো লিখুন, উচ্চারণ করুন এবং শব্দের অর্থ লিখুন।

23

 

তৃতীয় লেকচার এখানেই শেষ করছি, আগামী লেকচারগুলোতে আমরা জার্মান ভাষার আরো কিছু বিষয় শিখতে শুরু করবো। তাই সাথে থাকুন । অবশ্যই রেজিস্ট্রেশন করে নিবেন। ধন্যবাদ।

 

 

Comments

comments

About the author

অমৃতা পারভেজ

অমৃতা পারভেজ জার্মানির রাষ্ট্রীয় ব্রডকাস্টার ডয়চে ভেলে'র বাংলা বিভাগে সম্পাদক ও উপস্থাপক হিসেবে কাজ করছেন। এর আগে বাংলাদেশে মাছরাঙা ও বাংলাভিশন টেলিভিশন চ্যানেলে সাংবাদিকতা করেছেন। জার্মানিতে আসার পর কিছুটা কাজের প্রয়োজনে আর বাকিটা নিজের আগ্রহে জার্মান ভাষা শেখার শুরু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর।

Leave a Reply