Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

«

»

ফেব্রু. 12

জার্মান ভাষার সহজ পাঠ – লেকচার ২ – জার্মান বর্ণমালা

[ কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ]

লেকচারটির অডিও:

 

[লেকচার ডাউনলোড লিঙ্ক Lecture-2 (৮ মেগাবাইট) ]

g7

 

willkommen, ভিলকমেন অর্থাৎ স্বাগত।

জার্মান সহজ পাঠ কোর্সের দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের কোর্সের বিষয় জার্মান বর্ণমালা এবং এগুলোর উচ্চারণ।

আগেই জানিয়েছি জার্মান বা ডয়েচ ভাষায় ইংরেজি বর্ণমালার ২৬টি বর্ণ আছে। আর আছে অতিরিক্ত তিনটি ভাওয়েল এবং অন্য একটি বর্ণ এস জেট। সব বর্ণ মিলিয়ে বর্ণমালাটা দেখতে হয় ঠিক এরকম।

image 1

এখানে বর্ণগুলোর উচ্চারণ ইংরেজিতে দেয়া আছে।  তার নীচে আছে একটি অডিও ফাইল সেটি শুনুন আর অক্ষরগুলোর উচ্চারণ মনে রাখার চেষ্টা করুন।

5

[অডিও]

 

আমি আপনাদের সুবিধার জন্য এবার উচ্চারণ বাংলায় লিখে দিচ্ছি। প্রথমে মূল ২৬টি বর্ণ।

A আ-Apfel আপফেল-আপেল

B বে-Buch বুখ-বই

C সে-clown ক্লাউন-ভাঁড় (ইংরেজি যেসব শব্দে c আছে , জার্মান ভাষায় সেগুলোর বেশিরভাগ k হয়, যেমন Capital-Kapital, Cosmetic-Kosmetik),

D ডে-Drucker-ড্রুখার -প্রিন্টার

E এ-Ei-আই-ডিম

F এফ-Frosch-ফ্রশ-ব্যাঙ

G গে-Gitarre-গিটারে-গিটার

H হা-Hund-হুন্ড-কুকুর

I ই-Ich -ইহশ- আমি

J ইয়ট-Joghurt-ইয়োগুর্ট-দই

K কা-Katze- কাৎসে-বিড়াল

L এল-Lampe-লাম্পে-বাতি

M এম-Mann (মান)-পুরুষ

N এন-Nase (নাজে)-নাক

O ও-Orange (ওরানজে)-কমলা

P পে-Puter (পুটার)-টার্কি

Q কু-Quadrat (কোয়াড্রাট)-বর্গক্ষেত্র

R এর-Ring (রিং)-আংটি (আর এর উচ্চারণটা অনেকটা ভেতর থেকে হবে।)

S এস-Schirm (শার্ম)-ছাতা (এস যখন সিএইচ ছাড়া থাকবে তখন স ও জ এর মাঝামাঝি উচ্চারণ হবে, যেমন sammeln-সামেলন, যার মানে সংগ্রহ করা)

T টে-Tomate (টোমাটে)-টমেটো

U উ-Uhr (উহর)-ঘড়ি

V ফাও-viele (ফিলে)-অনেক

W ভে-Wein (ভাইন)-মদ

X ইক্স-Saxofone (স্যাক্সোফোন)-স্যাকসোফোনে

Y উপসিলন-Yacht(ইয়াট)-একধরনের নৌকা

Z সেট-Zeit (সাইট)-সময়

নীচের ছবিতে যে অক্ষরগুলো দেখছেন সেগুলোর উচ্চারণ ছবির নীচে দেয়া হল

g1

ä আ উমলাউট (উচ্চারণ এ) Mädchen মেডশেন- মেয়ে

ö ও উমলাউট (উচ্চারণ ও) schön শ্যুন-সুন্দর

ü উ উমলাউট (উচ্চারণ উয়) für ফুয়র-জন্য

ß এসসেট (উচ্চারণ ডাবল এস এর মত) heiße হাইসে-পরিচয়/নাম

এই বর্ণগুলো মনে রাখার জন্য একটি ছড়া আছে, যা আপনাদের মনে রাখতে সাহায্য করবে।

a b c d e f g h i j k

আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা

wunderba!

ভ্যুন্ডার্বা (দারুণ)

l m n o p q r s t u v w x y z

এল এম এন ও পে কু এর এস টে উ ফাও ভে  ইক্স উপসিলন সেট

das ist net!

দাস ইসৎ নেট (এটা খুব সুন্দর)

হয়ে গেল আমাদের বর্ণ এবং তাদের উচ্চারণ। এবার আসি বিশেষ কয়েকটি উচ্চারণে। আমাদের যেমন যুক্তবর্ণের উচ্চারণ ভিন্ন হয়, তেমনি জার্মান ভাষায় এমন কিছু বর্ণ আছে যেগুলো যুক্ত হয়ে ভিন্ন শব্দ উচ্চারিত হয়। আর জার্মান ভাষার ক্ষেত্রে সেটা জানা অত্যন্ত জরুরি।

ai/ei-আই (Eis-আইস-আইসক্রিম)

au-আও (aus-আউস-থেকে)

eu-অয় (europa-অয়রোপা-ইউরোপ)

ie-ই (wien-ভিন-ভিয়েনা)

st-শ্ট (যেমন student শ্টুডেন্ট-ছাত্র) ইংরেজির মত স্টুডেন্ট নয়

tion- (এতশিওন) staion (শ্টাতশিওন-স্টেশন)

ch-খ auch (আওখ)

sch-শ (schön-শ্যুন) সুন্দর

আর একটা বিষয় মনে রাখেন জার্মান ভাষায়  A মানেই আ, অ্যা বা এ নয়, u মানে উ অর্থাৎ ইংরেজিতে যেমন put পুট but বাট, জার্মান ভাষায় তা নয়। যেমন und (উন্ড-এবং) , Angela আঙ্গেলা।

লক্ষ্য করলে দেখবেন আমি নাম লেখার সময় সবক্ষেত্রে বড় হাতের অক্ষর দিয়ে লিখেছি। অর্থাৎ জার্মান ভাষায় বাক্যের যেকোন স্থানে নাম বা নাউন সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। যেমন: Angela Merkel, Deutsche welle, Wien, Deutschland, Mann, Buch, Bus etc.

জার্মান শব্দের সঠিক উচ্চারণ শোনার জন্য dict.cc এই অভিধান ব্যবহার করতে পারেন।

আশা করি জার্মান বানানে এখন খুব একটা সমস্যা হবে না।

এবার আপনাদের জন্য কিছু হোম ওয়ার্ক থাকছে। নিজের নাম, দেশের নাম, যেকোন নাম ইংরেজিতে লিখুন, তবে লেখার সময় উচ্চারণ করবেন ডয়চে। যেমন আমার নামটা লিখছি

AMRITA PARVEZ

আ এম এর ই টে আ   পে আ এর ফাও এ সেট

ভাষা শিখতে হলে শব্দগুলোর উচ্চারণ ভালোভাবে জানতে হবে আর এ কারণে শব্দগুলো যতবার শুনবেন, তত ভালোভাবে শিখবেন। আপনাদের সুবিধার জন্য  প্রতি লেকচারে কয়েকটি এমপি থ্রি অডিও যুক্ত থাকবে, যেগুলো উচ্চারণ শেখায় সহায়তা করবে।

দ্বিতীয় লেকচার এখানেই শেষ করছি, কিন্তু সাথে থাকুন, আগামী লেকচারগুলোতে আমরা ধীরে ধীরে জার্মান ভাষার সহজ কিছু বিষয় শিখতে শুরু করবো। আশা করি কথাও বলতে পারব। অবশ্যই রেজিস্ট্রেশন করে নিবেন। ধন্যবাদ।

 

 

Comments

comments

About the author

অমৃতা পারভেজ

অমৃতা পারভেজ জার্মানির রাষ্ট্রীয় ব্রডকাস্টার ডয়চে ভেলে'র বাংলা বিভাগে সম্পাদক ও উপস্থাপক হিসেবে কাজ করছেন। এর আগে বাংলাদেশে মাছরাঙা ও বাংলাভিশন টেলিভিশন চ্যানেলে সাংবাদিকতা করেছেন। জার্মানিতে আসার পর কিছুটা কাজের প্রয়োজনে আর বাকিটা নিজের আগ্রহে জার্মান ভাষা শেখার শুরু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর।

Leave a Reply