হোস্টিং কি কাজে লাগে ?
[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
এই কোর্স এর জন্য একটা গুগল লাইভ ইভেন্ট করা হবে ৩রা অক্টোবর। বাংলাদেশী টাইম রাত ৮ থেকে রাত ৯টা। ইভেন্ট এর লিংক : goo.gl/pwd2aZ
কোর্স ফলো করতে যেয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, ইভেন্ট এ উত্তর দেয়ার যথা সম্ভব চেষ্টা করা হবে। প্রশ্ন হতে হবে শুধু এই কোর্স সম্পর্কিত।
পূর্বের লেকচার : ডোমেইন কি ?
পরবর্তী লেকচার: ইন্টারনেট কেন দরকার ?
আগের ভিডিও তে আমি ডোমেইন সম্পর্কে কথা বলেছি। ডোমেইন হচ্ছে মোবাইল এর ফোন নম্বর এর মতন। তাহলে মোবাইল টা কি? মোবাইল টা হচ্ছে হোস্টিং।আপনার যদি একটা সিম কার্ড থাকে, আর সিম কার্ড এর নম্বর কাউকে বললেন , কিন্তু কোনো মোবাইল ফোন এ এই সিম কার্ড সংযুক্ত না থাকলে ; কেউ আপনার নম্বর এ কল করতে পারবে না। এই সিম কার্ড টা কোনো না কোন মোবাইল সেট এ সংযুক্ত করতে হবে। এরপর আপনি ফোন কল রিসিভ করতে পারবেন। ওয়েবসাইট এর ডোমেইন এর জন্য এই রকম হোস্টিং দরকার হয়। বিভিন্ন কোম্পানি হোস্টিং সার্ভিস দিয়ে থাকে। যেমন : GoDaddy, Hostmonster, Dreamhost, Bluehost ইত্যাদি।
Website :: digitaloy.com
Facebook Page :: www.facebook.com/digitaloy
Facebook Group :: ডিজিটালয়