[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
১ম লেকচারে SolidWorks এর কিছু প্রাথমিক বিষয়াবলি আলোচনা করা হয়েছে । যেমনঃ SolidWorks আসলে কি কি কাজে ব্যবহৃত হয় , Interface পরিচিতি , বিভিন্ন tool গুলো সম্পর্কে হালকা ধারনা ইত্যাদি ।
লেকচারে ব্যবহৃত অনুশীলন ফাইলটি এখানে পাওয়া যাবে >>>>Wood Block<<<< । প্রথমে GrabCAD এ ফ্রি রেজিস্ট্রেশন করে নিন ।
পরবর্তী লেকচারগুলো প্রতি সপ্তাহে ১টি বা ২ টি করে রিলিজ হবে ।
বিঃদ্রঃ- টিউটরিয়াল গুলো কোন রকম ঝামেলা ছাড়া অনুশীলনের জন্য , SolidWorks 2014 ব্যবহার করুন । 🙂
Download link এখানে
টিউটরিয়াল অনুসরনে কিছু সাজেশন-
- প্রথমে পুরো ভিডিওটি একবার দেখে নিন । মিনিমাম 480p তে দেখুন ।
- সবগুলো Command না বোঝা পর্যন্ত , বারবার Pause দিয়ে দেখুন ।
- তারপর Solidworks এ অনুশীলন করে ফেলুন 😀 ।
লেকচারের কোন বিষয় এর উপর প্রশ্ন থাকলে , মেইল করুন >> solidworks.khaled@gmail.com . প্রশ্ন করার সময় , টাইম উল্লেখ করলে ভাল হয় , (যেমন, ৪ঃ৩০ এ )
আর লেকচারের বিভিন্ন দিকগুলো কিভাবে আরো ভাল করা যেতে পারে , সেজন্য সবার পরামর্শ আহবান করছি ।