লেকচার ভিডিওঃ
এই লেকচারে ত্রিভুজ ও ত্রিভুজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন তিনটি রেখার সংযোগে ত্রিভুজ কিভাবে গঠিত হয়, ত্রিভুজের উচ্চতা, মধ্যমা, মধ্যমাগুলোর সংযোগ বিন্দু, পরিসীমা ইত্যাদি। এই লেকচার শেষে তোমরা ত্রিভুজ সম্পর্কিত নানা উপপাদ্য পড়ার আগে ত্রিভুজ সম্পর্কিত যে বিষয়গুলো আগে জানতে হয় সেগুলো জানবে।