Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/19/d650279470/htdocs/app653499953/wp-includes/post-template.php on line 284

«

»

নভে. 17

গণিমিয়ার সাংখ্যিক পরিগণনা ২ পরিগণনার ধারণা ৪ ক্রমলেখ নির্বাহ

এই পাঠে আলোচনা করা হয়েছে ক্রমলেখয়ের নির্বাহ বা program execution নিয়ে। ভালো পরিগণক (programmer) হওয়ার অন্যতম একটা বৈশিষ্ট্য হল আপনাকে ক্রমলেখয়ের নিয়ন্ত্রণ প্রবাহ (control flow) পুঙ্খানুপুঙ্খ বুঝতে হবে। ক্রমলেখ নির্বাহের সময় নিয়ন্ত্রণ প্রবাহ কেমনে হয়, কীভাবে নিশানা রেখে নিয়ন্র্রণ প্রবাহ অনুসরণ করতে হয়, ক্রমলেখ নির্বাহের সময় জটিলতা কী, ক্রমলেখ তৈরীর সময় জটিলতাই বা কী, এই সব আলোচনা থাকছে আজকে।

পাঠ্যক্রমের সুত্রাবলী

পাঠ্যক্রমের সবগুলো পাঠ পেতে এই সুত্রের মাধ্যমে মুলপাতায় ভ্রমণ করুন।
নিয়মিত পাঠের খবর জানতে এই সুত্র মাধ্যমে নিবন্ধণ করুন।

বাংলা অভিধান

execution = নির্বাহ
control flow = নিয়ন্ত্রণ প্রবাহ
frame = সম্পাত (একবার আলোক সম্পাত করলে যে চিত্র পাওয়া যায় সেই অর্থে, এখানে কাঠামো অর্থ নয়)
marker = নিশানা
start = সুচনা
finish = সমাপ্ত
complexity = জটিলতা

পাঠের পিডিএফ নথি নামিয়ে পড়ুন

programming4.pdf (1470 downloads)

ইউটিউবে ছবিও দেখুন প্রথম অংশ: ক্রমলেখ নির্বাহকরণ

ইউটিউবে ছবিও দেখুন দ্বিতীয় অংশ: নিশানা রেখে ক্রমলেখ নির্বাহ

ইউটিউবে ছবিও দেখুন তৃতীয় অংশ: ক্রমলেখয়ের সময় জটিলতা

Comments

comments

About the author

নিউটন মুহাম্মদ আবদুল হাকিম

বর্তমানে প্রভাষক হিসাবে কর্মরত আছি অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটিতে। একসময় বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগে সহকারী অধ্যাপক ছিলাম। বিএসসি ও এমএসসি করেছি বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগ হতেই। তারপর কৃত্রিম পরিকল্পনা ও শিখন বিষয়ে পিএইচডি করেছি যুক্তরাজ্যের স্ট্রাথক্লাইড ইউনিভার্সিটি হতে। আমার গবেষণার আগ্রহ কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্রশিখন, প্রোটিনের গঠন। শিক্ষকতার আগ্রহ পরিগণনা, অধিগণনা, কৃত্রি বুদ্ধিমত্তা। আমার নীড়পাতা www.dharapat.com

Leave a Reply