এই পাঠে আলোচনা করা হয়েছে ক্রমলেখয়ের নির্বাহ বা program execution নিয়ে। ভালো পরিগণক (programmer) হওয়ার অন্যতম একটা বৈশিষ্ট্য হল আপনাকে ক্রমলেখয়ের নিয়ন্ত্রণ প্রবাহ (control flow) পুঙ্খানুপুঙ্খ বুঝতে হবে। ক্রমলেখ নির্বাহের সময় নিয়ন্ত্রণ প্রবাহ কেমনে হয়, কীভাবে নিশানা রেখে নিয়ন্র্রণ প্রবাহ অনুসরণ করতে হয়, ক্রমলেখ নির্বাহের সময় জটিলতা কী, ক্রমলেখ তৈরীর সময় জটিলতাই বা কী, এই সব আলোচনা থাকছে আজকে।
পাঠ্যক্রমের সুত্রাবলী
পাঠ্যক্রমের সবগুলো পাঠ পেতে এই সুত্রের মাধ্যমে মুলপাতায় ভ্রমণ করুন।
নিয়মিত পাঠের খবর জানতে এই সুত্র মাধ্যমে নিবন্ধণ করুন।
বাংলা অভিধান
execution = নির্বাহ
control flow = নিয়ন্ত্রণ প্রবাহ
frame = সম্পাত (একবার আলোক সম্পাত করলে যে চিত্র পাওয়া যায় সেই অর্থে, এখানে কাঠামো অর্থ নয়)
marker = নিশানা
start = সুচনা
finish = সমাপ্ত
complexity = জটিলতা