প্রাথমিক গণিত কোর্সের পড়ুয়াদের স্বাগত জানাই। নিবন্ধন করে না থাকলে চট করে এখানে ক্লিক করে নাও। আর কোর্সের মূল পাতাটা এখানে।
আমাদের সংখ্যা চেনার কাজ শেষ। এখন আমাদের কাজ হবে সংখ্যা নিয়ে বিভিন্ন অপারেশন করা। আজকের বিষয় হল সে পদ্ধতিটি রিভিউ করা যেখানে একাধিক সংখ্যা একত্রে যে নতুন সংখ্যাটির সমান হয় সেটি বের করা। এটি হল যোগ করা। আর একটি কাজ আমরা করবো যেখানে একটি বড় সংখ্যা থেকে একটি ছোট সংখ্যাকে বাদ দিলে কত থাকে সেটি বের করা। এটি হল বিয়োগ।
শেষে দুইটি অংক করতে দেওয়া হয়েছে।
সবার জন্য শুভেচ্ছা।