প্রাথমিক গণিত কোর্সের পড়ুয়াদের স্বাগত জানাই। নিবন্ধন করে না থাকলে চট করে এখানে ক্লিক করে নাও। আর কোর্সের মূল পাতাটা এখানে।
আমাদের আজকের লেকচারের বিষয়বস্তু সংখ্যার তুলনা।
দশমিক পদ্ধতি সব অঙ্কের একটি করে পরম মান আছে। আবার পজিশনের কারণে তার একটি স্থানীয় মানও হয়।
যেকোন সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে দ্ব্যার্থক অঙ্কটি হলে সবচেয়ে বামের অঙ্কটি।
১০টি অঙ্কের মধ্যে ৯টি কিন্তু সার্থক অঙ্ক। (১-৯)। এদের নিজের মান আছে। ০ বেচারা কিন্তু সহযোগী অঙ্ক। কাজে ও শুরুতে বসে কোন সংখ্যা ৈতরি করতে পারে না। কাজে বড় সংখ্যা আর ছোট সংখ্যার হসাব নেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে।
সবার জন্য শুভেচ্ছা।