«

»

জুলাই 25

জাভাস্ক্রিপ্ট পরিচিতি – লেকচার ৫ – কন্ডিশন এন্ড লুপ

 

কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ] স্বাগত জানাচ্ছি আমাদের  পঞ্চম   লেকচার এ । নিচের ইমেজ থেকে থেকে দেখে নিন কি থাকছে আমাদের এ লেকচার টিতে  ।

 

 

Condition & Loops

 

নিচের ভিডিও থেকে দেখে নিন আমাদের আজকের লেকচার গুলো : (if,else if, else)

 

Part 2  : (for,switch,while,do…..while,for in) :

 

আপনাদের জন্য কাজ :

১ ।  For লুপ ব্যবহার করে ১ থেকে ১০০ পর্যন্ত গননা করুন । যখন নাম্বার ৯৯ তখন একটি alert box প্রদর্শন করুন ।

২। ১ নম্বর এক্সারসাইজ টিকে while, do…..while , দিয়ে লিখুন ।

৩। prompt() ফাংশন টি ব্যবহার করে ব্যাবহার কারিকে বলুন আজকের তাপমাত্রা কত ইনপুট করতে । এখন তাপমাত্রা যদি ১০০ এর উপরে হই তাহলে বলুন cool down .আর যদি ২০ এর নিচে হই তাহলে বলুন warm up । আর যদি ১০০ থেকে ২০ এর মধ্যে হই বলুন normal .

8 । if, else if, else , switch , for এর মাধ্যমে একটি আপনার ইচ্ছে মত প্রোগ্রাম লিখুন । অবশ্যই উল্লেখিত সব কইটি ব্যাবহার করতে হবে ।

 

কোন প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন অথবা মেইল করবেন ।

Comments

comments

About the author

সজীবুর রহমান

আমি সজিবুর রাহমান বর্তমানে University Malaysia Sarawak এ কম্পিউটার সায়েন্স এন্ড ইনফর্মেশন টেকনোলজি বিভাগে (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ) স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত । এর আগে রুপপুর বয়েজ স্কুল থেকে SSC এন্ড ঈশ্বরদী সরকারী কলেজ থেকে HSC পাস করি ।

Leave a Reply