«

»

জুলাই 22

রন্ধনকলা ১০১ – লেকচার ১১ – সিয়ারিং, ব্ল্যাঞ্চিং, সতেইং, ও গ্রিলিং [সমাপ্ত]

সুপ্রিয় শিক্ষার্থীরা, রন্ধনকলা ১০১ কোর্সে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই কোর্সের এটাই শেষ লেকচার। এই কোর্সটির মাধ্যমে আমি রান্নার নানা কলা কৌশল শেখানোর চেষ্টা করেছি, যা প্রফেশনাল শেফদের শিখতে হয়। রান্না একটা আর্টের মতো, তাই রন্ধনকলাও শেখার মতো একটা ব্যাপার। আশা করি এই কোর্স থেকে আপনারা উপকৃত হয়েছেন। আমার পরবর্তী কোর্স হবে দেশ বিদেশের রান্নার উপরে। আর কয়েক মাসের মধ্যেই সারা বিশ্বের নানা মজাদার রান্নার কোর্স শিক্ষক.কম এর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসবো। এই কোর্সটি এখানে শেখানোর সুযোগ দেবার জন্য শিক্ষক.কমকে অনেক ধন্যবাদ।

 

কোর্সের আগের লেকচারগুলা দেখতে হলে নিচে কোর্সের মূল পাতার লিংকে যান ও সেখান থেকে বাকি লেকচারগুলা দেখে নিন। আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখুন। ভালো থাকুন সবাই, হয়ে যান রন্ধনকলায় দক্ষ।

 

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]

আজকের লেকচারের বিষয় হল সিয়ারিং (Searing) , ব্ল্যাঞ্চিং (Blanching), সতেইং (Sauteing) এবং গ্রিলিং (Grilling)।

 

প্রথম ভিডিও সেগমেন্টে লেকচারের মূল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

 

 

 

এবং পরবরতী ভিডিও গুলোতে লেকচারের মূল ভিডিও গুলো দেখানো হয়েছে।

 

সিয়ারিং

 

ব্ল্যাঞ্চিং

 

 

সতেইং

 

 

গ্রিলিং

 

লাইভ কিচেন

এবং শেষের ভিডিও তে দেখানো হয়েছে Live Kitchen.

 

Comments

comments

About the author

নাজিম খান

নাজিম খান, CEC, বর্তমানে যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের সিডার রাপিড্স শহরে অবস্থিত ডাবলট্রি বাই হিলটন হোটেলের সিনিয়র এক্সিকিউটিভ শেফ হিসাবে কর্মরত আছেন। এখানে যোগ দেয়ার আগে তিনি ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে সিনিয়র এক্সিকিউটিভ শেফ হিসেবে কাজ করেছেন ও পাশাপাশি তিনি ভার্জিনিয়া ওয়েস্টার্ন কমিউনিটি কলেজের রন্ধন কলা বিষয়ে শিক্ষকতা করেছেন। ভার্জিনিয়ায় থাকার সময়ে ফক্স-২১/২৭ চ্যানেলের সকালের আয়োজনে নিয়মিত তার রান্নার অনুষ্ঠান প্রচারিত হয়েছে।

তিনি জর্জিয়া কলেজ, আটলান্টায় পড়াশুনা করেছেন। স্যাগ হার্বার, নিউ ইয়র্কের একজন সুশি শেফ হিসেবে ১৯৯৭ সালে তার কর্মজীবন শুরু হয়। ১৯৯৯ সাল থেকে ২০০৭ পর্যন্ত তিনি নিউ ইয়র্কে অবস্থিত ম্যারিয়ট হোটেলের বিভিন্ন শাখায় কাজ করেন। পরবর্তীতে তিনি স্যু শেফ (sous chef) হিসেবে নিউ ইয়র্কের ব্যাটারি পার্কে অবস্থিত রিট্‌জ-কার্লটনে কর্মরত ছিলেন। ভার্জিনিয়া টেকে যোগদানের পূর্বে তিনি এক্সিকিউটিভ স্যু শেফ হিসেবে ভার্জিনিয়ার হোটেল রোয়ানোক ও কনফারেন্স সেন্টারে কাজ করেছেন। পেশাজীবনে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পদক ও সনদ অর্জন করেছেন। তিনি আমেরিকান কালিনারি ফেডারেশন (ACF) থেকে সার্টিফাইড এক্সিকিউটিভ শেফ (CEC) সনদ লাভ করেছেন।

Leave a Reply