«

»

অক্টো. 24

রোবটিক্স পরিচিতি – টুকটাক ১: PID Controller:: Matlab & Simulink

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]

 

কি থাকছে আজকের লেকচারে

অনেকে PID Controller এর ওপর টিঊটোরিয়াল চেয়েছিলেন। তাই আজকে পি আই ডি কন্ট্রোলার দেখানো হল।

প্রথম ভিডিও তে PID controller explain করা হয়েছে, পরের ভিডিও তে কিভাবে গেইন (kp, ki, kd) বের করা যায় তা দেখানো হয়েছে matlab এ  PID tuner (control toolbox) ব্যবহার করে। শেষ ভিডিওতে সিমুলিঙ্কে (simulink) একটা মডেল সিমুলেট করে দেখানো হয়েছে এবং এই controller এর অসুবিধা গুলা বলা হয়েছে।

২ টা পাতা ভিডিও তে দেখিয়েছি ভিডিও গুলোতে, পেইজ গুলো হচ্ছে–

১)http://en.wikipedia.org/wiki/PID_controller

২)http://ctms.engin.umich.edu/CTMS/index.php?example=Introduction&section=ControlPID

 

পার্ট ১ :   ৬ মিনিটে PID Controller:

পার্ট ২ : PID: MatLab: কিভাবে kp, ki, kd বের করা হয়? PID tuner

পার্ট ৩ : PID Controller: Simulink এবং PID Controller এর প্রবলেম

 

 

 

একটা মোটর যদি PID control করতে হয়, কি করবো

সাধারনত মোটর থেকে ফিডব্যাক নেয়া হয় এঙ্গেল। Desired বা কাঙ্খিত এঙ্গেল জানা থাকতে হবে।

e= desired theta – actual theta

প্রত্যেক সাইকেলে টর্ক হবে motor torque

 

 

যেকোন প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্টে জানান। সাধ্যমত জবাব দিতে চেষ্টা করবো।  ভাল থাকুন সবাই।

 

 

Comments

comments

About the author

নাহিয়ান

আমি নাহিয়ান, জন্ম-বেড়ে উঠা ঢাকাতে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ‘কষ্টসাধ্য’ স্নাতক শেষ করি ২০০৯ এ। ২-২ এর শেষের দিকে দল বেধে সোহাগ ভাইদের পাইল্যাবস এ যাই, প্রবল আগ্রহে সবকিছু বাদ দিয়ে মাইক্রোকন্ট্রলার শিখা শুরু করি। মূলত তখন থেকেই রোবট রিলেটেড কিছু পড়ার ইচ্ছা। এছাড়া জাপানে অনুষ্ঠিত রোবোকোন-২০০৯ এর মেকবুয়েটে দলে কিছু কাজ(!) করেছিলাম। মাইক্রোকন্ট্রলার এর beginner দের জন্য একটা পেইজ বানাইছিলাম, কারো আগ্রহ থাকলে দেখতে পারেন।
http://nahians-avr.webs.com/
কোরিয়ার পুশান ন্যাশনাল ইউনিভারসিটি থেকে রোবটিক্স (Intelligent Control and automation system) এ মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে Advanced Robotics এ পি এইচ ডি করছি ইটালিয়ান ইন্সটিটিউট অফ টেক এ (http://www.iit.it/) । (http://www.iit.it/en/people/nahian-rahman.html)
বর্তমানে গবেষনার বিষয় ডেক্সটারাস ম্যানুপুলেশন, রোবোট কন্ট্রোল, সার্জিকাল রোবোটিক্স, হ্যাপ্টিক্স নিয়ে। রোবটিক্স নিয়ে মাঝেমধ্যে লিখি এখানে http://nahiansrobotics.net/

1 ping

  1. রোবটিক্স পরিচিতি (শেষ) – লেকচার ৬ –সিমুলেশন সফটওয়ার সম্পর্কে ধারনা

    […] জন্য ম্যাটল্যাব/সিমুলিঙ্ক খুব ই ভাল। টুকটাক ১ এ কিছু ধারনা পাওয়া […]

Leave a Reply