«

»

আগস্ট 16

সিগনাল প্রসেসিং ও লিনিয়ার সিস্টেমস – লেকচার ৯

কোর্সের মূল পাতা – সিগনাল প্রসেসিং ও লিনিয়ার সিস্টেমস

নিবন্ধনের লিঙ্ক – এখানে ক্লিক করে কোর্সে নিবন্ধন করুন

ইউটিউব লিঙ্কঃ http://youtu.be/OQTbT5p2lyU

 

 

কী থাকছে?

আজকের লেকচারে থাকছে সিস্টেমের ক্লাসিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনার দ্বিতীয় অংশ। এই লেকচারে টাইম ভ্যারিইয়িং প্যারামিটার ও নন-টাইম ভ্যারিয়িং প্যারামিটার সিস্টেমস, ইন্সট্যান্টেনিয়াস ও ডায়নামিক সিস্টেমস, কজাল ও নন-কজাল সিস্টেমস, লাম্পড প্যরামিটার ও ডিস্ট্রিবিউটেড প্যারামিটার সিস্টেমস নিয়ে আলোচনা করা হয়েছে।

Comments

comments

About the author

শান্ত

আমি শরিফুল ইসলাম (শান্ত), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আন্ডারগ্যাজুয়েট করেছি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ। কিছুদিন একটু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলাম তারপর। পরে মাস্টার্সের জন্যে চলে আসি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে। মাস্টার্স শেষ করে এখন পিএইচডি ছাত্র হিসেবে গবেষণা করছি। গবেষণার বিষয়, ওয়ারলেস কমুনিকেশান্স। বাংলাদেশে অবস্থিত ছাত্র-ছাত্রীদের গবেষণা কাজে সাহায্যের জন্যে একটা উদ্যোগ নিয়েছি। আরও জানতে চাইলে ঘুরে আসতে পারেন http://www.rin-bd.org/ থেকে।

Leave a Reply