«

»

আগস্ট 28

কোরিয়ান ভাষার সহজ পাঠ – লেকচার ২-স্বরবর্ণ এবং ব্যঞ্জণবর্ণ

[কোর্সের মূল পাতা নিবন্ধনের লিংক]

 

দ্বিতীয় লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি।

এই লেকচারটি ভিডিও আকারে করা হয়েছে। আমি চেষ্টা করেছি উচ্চারণ সহ বোঝাতে। তবে ভিডিও ডকুমেন্টেশানে আমি আসলে একেবারেই নতুন। তাই কিছু জায়গায় এনিমেশন হয়ত দ্রুত গিয়েছে আবার কোথাও ধীরে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

লেকচার-২

Comments

comments

About the author

রিফাত ফারজানা

আমি রিফাত ফারজানা পড়াশোনা করেছি মূলত সমাজবিজ্ঞানের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পড়াকালিন সময়ে মায়ের উৎসাহে ভর্তি হই আধুনিক ভাষা ইন্সটিটিউটের কোরিয়ান ভাষা বিভাগে। তারপর থেকেই কোরিয়ান ভাষার সাথে পথচলা। কোরিয়ার Chonbuk National University থেকে এক বছর মেয়াদী International Fellowship Research Program শেষ করে দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করি। কোরিয়ান ভাষায় উচ্চতর ডিপ্লোমা করি। তারপর যথাক্রমে কয়েকটি কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান এবং কোরিয়ান দূতাবাসের উন্নয়ন শাখায় কাজ করেছি। বর্তমানে একটি ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করছি পথবাসীদের জীবনমান উন্নয়ন নিয়ে। এছাড়াও একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান ভাষার খন্ডকালিন শিক্ষক হিসেবে তালিকাভূক্ত আছি।

1 comment

  1. wahid

    Ami shikhte chai

Leave a Reply