কেন WordPress ?
[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
এই কোর্স এর জন্য একটা গুগল লাইভ ইভেন্ট করা হবে ৩রা অক্টোবর। বাংলাদেশী টাইম রাত ৮ থেকে রাত ৯টা। ইভেন্ট এর লিংক : goo.gl/pwd2aZ
কোর্স ফলো করতে যেয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, ইভেন্ট এ উত্তর দেয়ার যথা সম্ভব চেষ্টা করা হবে। প্রশ্ন হতে হবে শুধু এই কোর্স সম্পর্কিত।
পূর্বের লেকচার : ওয়েবসাইট বানাতে প্রোগ্রামিং জানা দরকার ?
পরবর্তী লেকচার: WordPress দিয়ে ওয়েবসাইট এর example
এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এর জন্য WordPress ব্যবহার করা হয়েছে। প্রথমে বলে নেয়া যাক, কেন WordPress ব্যবহার করা হয়েছে। Wordpress ওপেন সোর্স, সুতরাং এটা ব্যবহার করতে কোনো টাকা পয়সা দেয়া লাগে না। Wordpress দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা সহজ। Wordpress এ প্রায় ৬০ মিলিয়ন এর মতন ওয়েবসাইট তৈরী হয়েছে। সুতরাং Wordpress ওয়েবসাইট এর অনেক চাহিদা। Wordpress দিয়ে ডেভেলপমেন্ট শিখলে আয় রোজগার করা ও সম্ভব। Wordpress দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শেখার সব চেয়ে বড় অসুবিধা: খুব সহজে Wordpress শেখা যায়। তাই অনেকে খুব সহজে ওয়েবসাইট তৈরী করেন, তারপর ভুলে যান। এই অবস্থা থেকে উতরাতে সাথেই থাকুন এবং পরের লেকচার গুলো দেখুন।
Website :: digitaloy.com
Facebook Page :: www.facebook.com/digitaloy
Facebook Group :: ডিজিটালয়