«

»

অক্টো. 01

প্রোগ্রামিং ছাড়া ওয়েবসাইট – লেকচার ৬ – ওয়েবসাইট বানাতে প্রোগ্রামিং জানা দরকার ?

ওয়েবসাইট বানাতে প্রোগ্রামিং জানা দরকার ?

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]

এই কোর্স এর জন্য একটা গুগল লাইভ ইভেন্ট করা হবে ৩রা অক্টোবর। বাংলাদেশী টাইম রাত ৮ থেকে রাত ৯টা।  ইভেন্ট এর লিংক : goo.gl/pwd2aZ

কোর্স ফলো করতে যেয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, ইভেন্ট এ উত্তর দেয়ার যথা সম্ভব চেষ্টা করা হবে। প্রশ্ন হতে হবে শুধু এই কোর্স সম্পর্কিত। 

পূর্বের লেকচার :  সোশ্যাল ওয়েবসাইট কিভাবে কাজে লাগে ?

                  পরবর্তী লেকচার: কেন WordPress ?

 

 

 

আমাদের এই সেকশন এ চারটি লেকচার থাকবে।  এই প্রথম লেকচার এ আমি বলব WordPress নিয়ে কিছু কথা, কিছু ব্যাথা।  ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য যদি প্রোগ্রামিং জানেন তাহলে খুবই ভালো, যদি নাও জানেন তাহলেও ভালো। কোনো প্রোগ্রামিং জানা ছাড়াই Wordpress দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবেন। এরই পুরো কোর্স এর মূল লক্ষ্য হচ্ছে কিভাবে প্রোগ্রামিং জানা ছাড়াই ওয়েবসাইট বানাতে পারবেন।

 

Website :: digitaloy.com

Facebook Page ::  www.facebook.com/digitaloy

Facebook Group :: ডিজিটালয়

Comments

comments

About the author

মো: সাজ্জাদুল ফারুক রবিন

Leave a Reply