প্রাথমিক গণিত কোর্সের পড়ুয়াদের স্বাগত জানাই। কোর্সের মূল পাতাটা এখানে।
কোন কোন ক্ষেত্রে আমাদের একাধিক বিষয়ের মধ্যে তুলনা করতে হয়। তখন গড় বা এভারেজের ধারণাটা কাজে লাগে। কয়েকটা একই জাতীয় রাশির গড় হচ্ছে রাশিশুলোর যোগফলকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করা। আজকের ক্লাসে গড় নিয়ে আলোচনা করা হয়েছ।
সবশেষে একটি বহুল প্রচলিত গড়ের সমস্যা নিয়েও আলাপ করা হয়েছে। তো লেকচার দেখা যাক
আর গড় নিয়ে আমার গড়ের মাঠে গড়াগড়ি বই-এ একটি নিবন্ধও আছে। আগ্রহীরা ইচ্ছে করলে সেটি এখানে পড়ে নিতে পারে।