[ কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ]
Hallo freunde,
আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মত আজকেও শুরুতে থাকছে পুরোনো লেকচার নিয়ে অডিও। মন দিয়ে শুনুন আর সাথে সাথে উচ্চারণ করুন।
এবার আসা যাক আজকের লেকচারে। এবারের বিষয় বাক্য গঠন। ইংরেজির মত সাধারণ জার্মান বাক্যে verb বা ক্রিয়াপদের অবস্থান সবসময় দ্বিতীয়।
Subject+Verb+Object
বাক্য-Satz (জাৎস)
প্রথমেই বাক্যের কয়েকটি ধরন নিয়ে আলোচনা করা যাক।
1. W-Frage: প্রশ্নবোধক বাক্য
জার্মান ভাষায় ‘প্রশ্ন’ শব্দের ডয়েচ ‘Frage ফ্রাগে’। বাক্যের ধরনের মধ্যে এটিও একটি।
আমরা WH-Question বা W-Frage সম্পর্কে আগেই জেনেছি। এসব বাক্যে প্রশ্নবোধক শব্দ থাকবে সবার আগে। যেমন:
Wie heißen Sie
ভি হাইসেন জি? আপনার নাম কি?
2. Aussagesatz (আউসাগেজাৎস)বিবৃতিসূচক বাক্য:
কোন কিছুর বর্ণনা দেয়ার সময়। যেমন:
Ich (Subjekt) spiele(Verb) Fußball(Objekt).
ইশ শ্পিলে ফুসবাল
আমি ফুটবল খেলি।
3. Ja Nein Frage (ইয়া নাইন ফ্রাগে):
যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে হয়, তাদের Ja Nein Frage বাক্য বলা হয়। এক্ষেত্রে ক্রিয়া বা verb সবসময় আগে বসবে। যেমন:
Möchten Sie Tee?
আপনি কি চা খাবেন?/আপনি চা খেতে চান?
**এবার আলোচনা করব Verb এর ধরন নিয়ে।
To be Verb(Sein Verb)
ইংরেজিতে যেসব Personal Pronoun বা ব্যক্তিবাচক সর্বনাম আছে (am, is, are, was, were), ডয়চে এদের বলা হয় পারসোনালপ্রনোমেন ‘Personalpronomen’।
নিচে Personalpronomen অনুসারে Sein Verb গুলো দেওয়া হলো.
Present Tense (Singular)
Ich bin(ইশ বিন)- I am
Du bist (ডু বিস্ট)- You are
er/sie/es ist (এর/জি/এস ইস্ট)- He/she/it is
Present Tense (Plural)
wir sind (ভিয়ার জিন্ড) We are
ihr seid (ইহর জাইড) You are
sie sind (জি জিন্ড) They are
উদাহরণ: (একবচন)
Ich bin zu Hause ( ইশ বিন সু হাউজে-আমি বাড়িতে)
Du bist zu Hause ( ডু বিস্ট সু হাউজে-তুমি বাড়িতে)
er/es/sie is zu Hasue ( সে(পু)/সে(স্ত্রী)/ইহা বাড়িতে)
Past Tense (Singular)
Ich war-
Du warst-
Er/Es/sie-war-
Past Tense (Plural)
Wir- waren
Ihr wart
Sie/sie waren
(বাড়ির কাজ: এখানে বর্তমান কালের বহুবচন এবং অতীত কালের উদাহরণগুলো দেয়া নেই। নিজেরা উদাহরণ তৈরি করুন।)
এখানে থাকছে to be verb এর বেশ কিছু উদাহরণ
Trennbare Verben
Trennbare Verben বা separable verb মনে রাখার বিষয় Prefix বা উপসর্গ। এই ক্রিয়াপদ বাক্যে বসার সময় বিচ্ছিন্ন হয়ে বসে। অর্থাৎ মূল ক্রিয়াপদ দ্বিতীয় অবস্থানে এবং উপসর্গ বসে শেষে।
Ich rufe dich an= আমি তোমাকে ফোন করবো।
এখানে পুরো ক্রিয়াপদ anrufe অর্থাৎ ফোন করা। আর an টা হলো উপসর্গ।
এরকম অনেক Trennbare Verben আছে। তবে উপসর্গগুলো অল্পসংখ্যক। নীচের ছকে সেগুলো দেয়া হলো-
শব্দগুলোর অর্থ জানতে এখানে ক্লিক করুন।
Untrennbare Verben
Inseparable verb এর জন্য কোন নির্দিষ্ট নিয়ম নেই। সাধারণ বাক্যের মত verb দ্বিতীয় অবস্থানে বসবে। অল্প সংখ্য কিছু Untrennbare Präfixe আছে এগুলো মনে রাখলেই হবে।
শব্দগুলোর অর্থ জানতে এখানে ক্লিক করুন।
Regelmäßigen Verben (Regular Verb)
এক্ষেত্রে Person বদলের সাথে সাথে verb এর শেষের অংশে পরিবর্তন হয়।
উদাহরণ:
এখানে ‘যাওয়া’ ক্রিয়াপদের উদাহরণ দেখলাম, যেখানে প্রতিবার Person বদলের সাথে সাথে ক্রিয়ারপদটির শেষ অংশ পরিবর্তীত হয়েছে।
জার্মান ভাষায় অনেক Regular verbs আছে। সবার পক্ষে সবগুলো মুখস্থ করা সম্ভব নয়। কিন্তু Unregelmäßigen Verben বা Irregular verb হাতে গোনা। তাই সেগুলো মনে রাখলে Regular verb গুলো চিনতে সুবিধা হবে।
Unregelmäßigen Verben(Irregular verbs)
এক্ষেত্রে Person বদলের সাথে সাথে পুরো verb টাই বদলে যেতে পারে। যেমন:
Nehmen (নেয়া/গ্রহণ করা)
Ich nehme
du nimmst
er/sie/es nimmt
wir nehmen
ihr nehmt
sie nehmen
Sie nemhen (এই Sie আনুষ্ঠানিকভাবে সম্বোধন করার ক্ষেত্রে,এখানে S বড় হাতের )
Modalverben( Modal verb):
ইংরেজির মত জার্মানেও modal verb অত্যন্ত গুরুত্বপূর্ণ । যে ক্রিয়াপদ অপরিহার্যতা ও সম্ভাব্যতা বুঝাতে ব্যবহার হয়, সেটাই modal verb। ইংরেজিতে যেমন : must , shall , will , should , would , can , could , may , might. নীচে ডয়চে modal verb গুলোর উদাহরণ দেয়া হলো।
Perfect verb form
আরেকটি গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের ধরন হচ্ছে Perfect verb form। জার্মানে এটিকে PP2 ও বলা হয়। এই PP2 বাক্যে সবসময় শেষে বসে। যেমন:
Er ist gestern nach Hamburg gefahren. সে গতকাল হামবুর্গে গিয়েছিল।
এখানে to be verb দ্বিতীয় অবস্থানেই আছে। কিন্তু PP2 বসেছে বাক্যের শেষে।
**PP2 এর কিছু নিয়ম
১.verb Regular হলে এর আগে ge বসে এবং শেষে (e)t বসে। যেমন:
ge-arbeit(e)t= gearbeitet (কাজ করেছিলো)
২.Regular separable verb হলে separable verb এর উপসর্গের পরে ge এবং verb এর শেষে t হবে।
ein-ge-kauft= eingekauft (কিনেছিলো)
৩. Regular Inseparable verb হলে Inseparable verb যা আছে তাই থাকবে শেষে শুধু (e)t বসবে।
Übernacht(e)t= Übernachtet (সারারাত)
নিচে একটি ছক আকারে কয়েকটি উদাহরণ দেওয়া হল-
৪. যেসব verb এর শেষে ieren আছে সেগুলোর PP2তে ieren উঠে গিয়ে শেষে iert বসবে।
যেমন: fotografieren= fotogerafiert (ছবি তুলেছিল)
৫. Irregular Verb হলে এর আগে ge বসে এবং শেষে en বসে।
যেমন: ge-fall(en)= gefallen (পছন্দ হয়েছিল)
৬. Irregular separable verb হলে separable verb এর উপসর্গ এর পরে ge এবং verb এর শেষে en হবে।
যেমন: auf-ge-steh(en)= aufgestehen (দাঁড়িয়েছিল)
৭. Irregular Inseparable verb হলে Inseparable verb যা আছে তাই থাকবে শেষে শুধু en বসবে।
যেমন: verlor(en)= verloren (হারিয়ে গিয়েছিল)
*Irregular Verb এর PP2 এর আরো ৩টি নিয়ম আছে-
১. Verb এর মাঝখানে ie থাকলে তা উঠে PP2তে গিয়ে o বসে। যেমন:
fliegen হবে flogen (উড়েছিল)
২. Verb-এর মাঝে ei থাকলে তা উঠে গিয়ে PP2তে ie হবে। যেমন:
schreiben হবে geschrieben (লিখেছিল)
৩. Verb-এর মাঝে el থাকলে তা উঠে গিয়ে PP2তে ol হয়। যেমন:
helfen হবে geholfen (সাহায্য করেছিলাম)।
এবার আপনাদের জন্য কিছু অডিও থাকছে। বাক্যগুলো মন দিয়ে শুনুন। আর এর অর্থ বোঝার চেষ্টা করুন।
আজকের লেকচার এখানে শেষ করছি। আগামী লেকচারে শিখব নম্বর বা সংখ্যা এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়। তাই সাথে থাকুন । অবশ্যই রেজিস্ট্রেশন করে নিবেন। ধন্যবাদ।