«

»

মার্চ 01

মাধ্যমিক উচ্চতর জ্যামিতি লেকচার ২ (পীথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য)

কোর্সের মূল পাতাতে যেতে ক্লিক করুন এখানে

নিবন্ধনের লিংক – দয়া করে এখানে ক্লিক করে কোর্সে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন।
লেকচার ভিডিওঃ

দ্বিতীয় লেকচারে পীথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য প্রমাণ করা হয়েছে।

 

 

 

Comments

comments

About the author

bidyanondo

বিদ্যানন্দ একটি শিক্ষা সহায়ক সংস্থা যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দের সাথে শিক্ষা লাভ করে। ঢাকা, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের তিনটি শাখায় বিনামুল্যে শিক্ষা দেবার সাথে সাথে বিদ্যানন্দ সর্বসাধারণের জন্য পাঠাগার সুবিধা দিয়ে আসছে।
বিদ্যানন্দের কার্যক্রম সমূহঃ
১। মেধা বিকাশের জন্য টিচিং সেন্টার। স্কুল, কলেজের নিয়মিত একাডেমীক কোচিং সহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং দিয়ে আসছে।
২। প্রতিটি শাখায় লাইব্রেরী সুবিধা। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে বছরের সবকটি দিন সকাল থেকে রাত পর্যন্ত।
৩। অস্বচ্ছল মেধাবী ছাত্রকে বৃত্তি প্রদান। এছাড়াও আমরা গরীব ছাত্রদের শিক্ষা উপকরণ, বই দিয়ে থাকি।
৪। সামাজিক সচেতনতা বৃদ্ধি বিশেষ করে শিশুশ্রমের বিরুদ্ধে বিদ্যানন্দের যাত্রা প্রশংসার দাবীদার।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
ওয়েবসাইটঃ http://www.bidyanondo.org/
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/Bidyanondo

1 comment

  1. salam

    i’m student class ten

Leave a Reply