প্রাথমিক গণিত কোর্সের পড়ুয়াদের স্বাগত জানাই। কোর্সের মূল পাতাটা এখানে।
এরই মধ্যে গসাগু এবং লসাগু কেমন করে বের করতে হয় সেটা আমরা এর মধ্যে দেখেছি। এছাড়া দুইটি সংখ্যার গসাগু-লসাগু এবং তাদের গুনফলের মধ্যে সম্পর্কও আমরা দেখেছি। এখন এগুলো প্রয়োগ করে আমরা কয়েকটি সমস্যা সমাধান করে দেখবো। সমস্যাগুলো হল –
১. কোন্ ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৩ যোগ করলে সংখ্যাটি ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
২. দুইটি সংখ্যার গ.সা.গু ১৬ ও ল.সা.গু ১৯২। একটি সংখ্যা ৪৮। অপরটি কত?
৩. পাঁচটি ঘন্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ মিনিট অন্তর বাজতে লাগল। কত সময় পরে সবগুলো একত্রে আবার বাজবে?
৪. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৭২৮ ও ৯০০ কে ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৮ ও ৪ হবে?
৫. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬১, ৯৩৩ ও ১৩৮১ কে ভাগ করলে প্রতিবার ৫ অবশিষ্ট থাকিবে?
এখন দেখা যাক কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায়।
সবাইকে অনেক শুভেচ্ছা।
1 comment
1 ping
sayma
ডিসেম্বর 3, 2016 at 2:22 পূর্বাহ্ন (UTC -6) Link to this comment
কোন ক্ষুদ্রতম সং্খাকে ৩২,৪৮ ও ৮০ দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ২৪,৪০ ও ৭২ থাকবে? এক্ষেত্রে কি ভাজকগুলোর ল.সা.গু এর সাথে ভাগশেষ গুলোর বিয়োগফল ই নির্ণেয় উত্তর?!
Munir Hasan | প্রাথমিক গণিতের কোর্স : লসাগু, গসাগু ও তাদের ইতিবৃত্ত
ফেব্রুয়ারী 28, 2015 at 11:50 অপরাহ্ন (UTC -6) Link to this comment
[…] খচখাচানি আছেই। আজ সকালে এই কোর্সের ১৯ তম লেকচার প্রকাশিত হয়েছে। শেষর পাঁচটি ক্লাশ, […]