«

»

ফেব্রু. 28

প্রাথমিক গণিত (৫ম শ্রেণী) : লেকচার-১৯: গ.সা.গু / ল.সা.গু সংক্রান্ত সমস্যা

প্রাথমিক গণিত কোর্সের পড়ুয়াদের স্বাগত জানাই।  কোর্সের মূল পাতাটা এখানে

এরই মধ্যে গসাগু এবং লসাগু কেমন করে বের করতে হয় সেটা আমরা এর মধ্যে দেখেছি। এছাড়া দুইটি সংখ্যার গসাগু-লসাগু এবং তাদের গুনফলের মধ্যে সম্পর্কও আমরা দেখেছি। এখন এগুলো প্রয়োগ করে আমরা কয়েকটি সমস্যা সমাধান করে দেখবো। সমস্যাগুলো হল –

১.  কোন্ ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৩ যোগ করলে সংখ্যাটি ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

২.  দুইটি সংখ্যার গ.সা.গু ১৬ ও ল.সা.গু ১৯২। একটি সংখ্যা ৪৮। অপরটি কত?

৩. পাঁচটি ঘন্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ মিনিট অন্তর বাজতে লাগল। কত সময় পরে সবগুলো একত্রে আবার বাজবে?

৪.  কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৭২৮ ও ৯০০ কে ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৮ ও ৪ হবে?

৫.  কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬১, ৯৩৩ ও ১৩৮১ কে ভাগ করলে প্রতিবার ৫ অবশিষ্ট থাকিবে?

এখন দেখা যাক কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায়।

 

 

সবাইকে অনেক শুভেচ্ছা।

 

 

Comments

comments

About the author

মুনির হাসান

মুনির হাসান শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের। তারপর কাজ করেছেন বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন সেন্টারে (আইআইসিটি) ২০০৪ সাল পর্যন্ত। এর পর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর দুইটি প্রকল্পে কাজ করেন। ১৯৯৯ সাল থেকে তিনি দেশে গণিত শিক্ষাকে জনপ্রিয় করার জন্য কাজ করছেন। ২০০১ সালে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক মোহাম্মদদ কায়কোবাদের সঙ্গে যুক্ত থেকে দেশে গণিত অলিম্পিয়াড কার্যক্রমের সূচনব করেন। সেই থেকে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দৈনিক প্রথম আলোর গণিত আয়োজন গণিত ইশকুলের সম্পাদনা করেছেন। গণিতকে জনপ্রিয় করার জন্য লেখালেখি করেন। কয়েকটি বই লিখেছেন প্রাথমিক শিক্ষার্থীদের জন্য। বর্তমানে প্রথম আলো পত্রিকার যুব কর্মসূচীর সমন্বয়কারী হিসাবে কাজ করছেন।

1 comment

1 ping

  1. sayma

    কোন ক্ষুদ্রতম সং্খাকে ৩২,৪৮ ও ৮০ দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ২৪,৪০ ও ৭২ থাকবে? এক্ষেত্রে কি ভাজকগুলোর ল.সা.গু এর সাথে ভাগশেষ গুলোর বিয়োগফল ই নির্ণেয় উত্তর?!

  1. Munir Hasan | প্রাথমিক গণিতের কোর্স : লসাগু, গসাগু ও তাদের ইতিবৃত্ত

    […] খচখাচানি আছেই। আজ সকালে এই কোর্সের ১৯ তম লেকচার প্রকাশিত হয়েছে।  শেষর পাঁচটি ক্লাশ, […]

Leave a Reply