লেকচার ভিডিওঃ
এই লেকচারটা আসলে আগের দুটা লেকচারের সার সংক্ষেপ। এই লেকচারে একটা চার্টের মধ্যে 0, 30, 45, 60, 90 ডিগ্রী কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো একসাথে করা হয়েছে। প্রতিটি কোণের ত্রিকোণমিতিক অনুপাত মুখস্থ করার দরকার নেই। প্রচুর ম্যাথ করতে করতে একসময় এগুলো আপনিতেই মনে গেঁথে যাবে। আর মূলত sin, cos আর tan এই অনুপাতগুলো মনে রাখলেই হবে। কেননা cosine, sec এবং cot এর মান যথাক্রমে সংশ্লিষ্ট কোণের sin, cos এবং tan এর মানের বিপরীত। কোনো নির্দিষ্ট কোণের sin, cos এবং tan এর মানগুলোকে বিপরীত করেই ঐ কোণের যথাক্রমে cosine, sec এবং cot এর মান পাওয়া যাবে। এই লেকচার করার পর পর বইয়ের উদাহরণের অংকগুলো করা শুরু করতে হবে। তবে ক্যাল্কুলেটরের উপর বেশি নির্ভরশীল না হয়ে মনে রাখার উপর নি্ভর করে ম্যাথগুলো করলে ভাল হয়। নিচের প্রবলেম গুলো ক্যালকুলেটর ছাড়া বের করতে হবে।
আজকের লেকচারের সমস্যাঃ
মান নির্ণয় করঃ
সমস্যা ১
সমস্যা ২
সমস্যা ৩
সমস্যা ৪
সমস্যা ৫
সমস্যা ৬
সমস্যা ৭
সমস্যা ৮
সমস্যা ৯
সমস্যা ১০
সমস্যা ১১
সমস্যা ১২
সমস্যা ১৩
সমস্যা ১৪