«

»

অক্টো. 11

মাধ্যমিক ত্রিকোণমিতি লেকচার ৮ (অনুশীলনী ৯.১)

কোর্সের মূল পাতার লিঙ্ক

লেকচার ভিডিওঃ

এই লেকচারের মধ্য দিয়ে অনুশীলনী ৯.১ শেষ হয়েছে। আশা করা যায় যে কটা ম্যাথ লেকচারে করানো হয়েছে সেগুলো দেখলে বাকী ম্যাথগুলো নিজেরা করতে পারবে। প্রতিটা লেকচারের পাতায় বইয়ের বাইরের ম্যাথ দেয়া হয়েছে। ত্রিকোণমিতিক অভেদের এই সব গুলো সমস্যা যে নিজে নিজে প্রমাণ করেছে (বামপক্ষ=ডানপক্ষ প্রমাণ করা) সে আসলেই প্রশংসার দাবিদার। যারা এখনো সেটা করেনি দ্রুত করে ফেল। দীর্ঘ সময় লেগে থেকে নিজে নিজে সমস্যা সমাধানের আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করো না। নিচে আজকের লেকচারের সমস্যাগুলো দেয়া হল। পরবর্তী লেকচার থেকে আমরা অনুশীলনী ৯.২ এর ম্যাথ গুলো নাড়াচাড়া করব। তবে তার আগে অবশ্যই সংশ্লিষ্ট আলোচনাগুলো করে নেয়া হবে।

সমস্যা ১

সমস্যা ২

সমস্যা ৩

সমস্যা ৪

সমস্যা ৫

সমস্যা ৬

Comments

comments

About the author

bidyanondo

বিদ্যানন্দ একটি শিক্ষা সহায়ক সংস্থা যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দের সাথে শিক্ষা লাভ করে। ঢাকা, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের তিনটি শাখায় বিনামুল্যে শিক্ষা দেবার সাথে সাথে বিদ্যানন্দ সর্বসাধারণের জন্য পাঠাগার সুবিধা দিয়ে আসছে।
বিদ্যানন্দের কার্যক্রম সমূহঃ
১। মেধা বিকাশের জন্য টিচিং সেন্টার। স্কুল, কলেজের নিয়মিত একাডেমীক কোচিং সহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং দিয়ে আসছে।
২। প্রতিটি শাখায় লাইব্রেরী সুবিধা। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে বছরের সবকটি দিন সকাল থেকে রাত পর্যন্ত।
৩। অস্বচ্ছল মেধাবী ছাত্রকে বৃত্তি প্রদান। এছাড়াও আমরা গরীব ছাত্রদের শিক্ষা উপকরণ, বই দিয়ে থাকি।
৪। সামাজিক সচেতনতা বৃদ্ধি বিশেষ করে শিশুশ্রমের বিরুদ্ধে বিদ্যানন্দের যাত্রা প্রশংসার দাবীদার।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
ওয়েবসাইটঃ http://www.bidyanondo.org/
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/Bidyanondo

Leave a Reply