লেকচার ভিডিওঃ
এই লেকচারের মধ্য দিয়ে অনুশীলনী ৯.১ শেষ হয়েছে। আশা করা যায় যে কটা ম্যাথ লেকচারে করানো হয়েছে সেগুলো দেখলে বাকী ম্যাথগুলো নিজেরা করতে পারবে। প্রতিটা লেকচারের পাতায় বইয়ের বাইরের ম্যাথ দেয়া হয়েছে। ত্রিকোণমিতিক অভেদের এই সব গুলো সমস্যা যে নিজে নিজে প্রমাণ করেছে (বামপক্ষ=ডানপক্ষ প্রমাণ করা) সে আসলেই প্রশংসার দাবিদার। যারা এখনো সেটা করেনি দ্রুত করে ফেল। দীর্ঘ সময় লেগে থেকে নিজে নিজে সমস্যা সমাধানের আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করো না। নিচে আজকের লেকচারের সমস্যাগুলো দেয়া হল। পরবর্তী লেকচার থেকে আমরা অনুশীলনী ৯.২ এর ম্যাথ গুলো নাড়াচাড়া করব। তবে তার আগে অবশ্যই সংশ্লিষ্ট আলোচনাগুলো করে নেয়া হবে।
সমস্যা ১
সমস্যা ২
সমস্যা ৩
সমস্যা ৪
সমস্যা ৫
সমস্যা ৬