«

»

অক্টো. 26

CCNA পরিচিতি – লেকচার ৫– ক্লাস-বি সাবনেটিং

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
ক্লাস বি সাবনেটিং

মিনা কার্টুন এর কথা মনে আছে ? ডিম ভাগাভাগি নিয়ে। মানে রাজুর যেমন ডিম খাওয়া প্রয়োজন মিনার ও সেই রকম ডিম খাওয়া প্রয়োজন । নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও যদিও উভয় এর অর্থাৎ হোস্ট আইপির সংখ্যা  আর নেটওয়ার্ক আইপির সংখ্যা সমপরিমান প্রয়োজন হয় তখন আমরা ক্লাস-বি  সিলেক্ট করব। চলুন দেখি কিভাবে ক্লাস বি সাবনেট করতে হয়।

ক্লাস বি এড্রেসের সাবনেটিং করার  সময় মনে রাখতে হবে যে মাস্কে প্রথম দুইটি অকটেড ১৬ বিট অবশ্যই ১ হবে। অর্থাৎ প্রথম ১৬ বিট হলো নেটওয়ার্ক আর পরবর্তী ১৬ বিট  হলো হোস্ট আইডি। ক্লাস বি এর ডিফল্ট সাবনেট মাস্ক হলো ২৫৫.২৫৫.০.০ ।

ক্লাস বি এর ক্ষেত্রে একটি বিট অন করে সাবনেটিং করি।

১২৮১৯২২২৪২৪০২৪৮২৫২২৫৪২৫৫
 ৬ ৮

 

১৭২.১৬.০.০/১৭

২৫৫.২৫৫.১২৮.০

নেটওয়ার্ক সংখ্যা=২ =২

হোস্টের সংখ্যা= ২১৫-২=৩২৭৬৬

সাবনেট আইডি =২৫৬-১২৮=১২৮

নেটওয়ার্ক-১১৭২.১৬.০.০নেটওয়ার্ক-২১৭২.১৬.১২৮.০
প্রথম হোস্ট১৭২.১৬.০.১প্রথম হোস্ট১৭২.১৬.১২৮.১
১৭২.১৬.০.২১৭২.১৬.১২৮.২
১৭২.১৬.০.৩১৭২.১৬৮.১২৮.৩
শেষ হোস্ট১৭২.১৬.১২৭.২৫৪শেষ হোস্ট১৭২.১৬.২৫৫.২৫৪
ব্রডকাস্ট এড্রেস১৭২.১৬.১২৭.২৫৫ব্রডকাস্ট এড্রেস১৭২.১৬.২৫৫.২৫৫

 

আবার ক্লাস বি এর ক্ষেত্রে দুইটি বিট অন করে সাবনেটিং করি।

১৭২.১৬.০.০/১৮

২৫৫.২৫৫.১৯২.০

নেটওয়ার্ক সংখ্যা=২ =৪

হোস্টের সংখ্যা= ২১৪-২=১৬৩৮২

সাবনেট আইডি =২৫৬-১৯২=৬৪

নেটওয়ার্ক-১১৭২.১৬.০.০নেটওয়ার্ক-২১৭২.১৬.৬৪.০
প্রথম হোস্ট১৭২.১৬.০.১প্রথম হোস্ট১৭২.১৬.৬৪.১
১৭২.১৬.০.২১৭২.১৬.৬৪.২
১৭২.১৬.০.৩১৭২.১৬৮.৬৪.৩
শেষ হোস্ট১৭২.১৬.৬৩.২৫৪শেষ হোস্ট১৭২.১৬.১২৭.২৫৪
ব্রডকাস্ট এড্রেস১৭২.১৬.৬৩.২৫৫ব্রডকাস্ট এড্রেস১৭২.১৬.১২৭.২৫৫

 

নেটওয়ার্ক-৩১৭২.১৬.১২৮.০নেটওয়ার্ক-৪১৭২.১৬.১৯২.০
প্রথম হোস্ট১৭২.১৬.১২৮.১প্রথম হোস্ট১৭২.১৬.১৯২.১
১৭২.১৬.১২৮.২১৭২.১৬.১৯২.২
১৭২.১৬.১২৮.৩১৭২.১৬৮.১৯২.৩
শেষ হোস্ট১৭২.১৬.১৯১.২৫৪শেষ হোস্ট১৭২.১৬.২৫৫.২৫৪
ব্রডকাস্ট এড্রেস১৭২.১৬.১৯১.২৫৫ব্রডকাস্ট এড্রেস১৭২.১৬.২৫৫.২৫৫

 

এবার দেখি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন থাকে।

আপনাকে এ ধরনের একটি ব্লক দিয়ে

১৭২.১৬.১৬.১৩৭/২২

প্রশ্ন করা হবে  এ ধরনের

১. ইহার সাবনেট মাস্ক কত?

২. ব্লক সাইজ কত?

৩. ইহার নেটওয়ার্ক এড্রেস কত?

৪. ইহার ব্রডকাস্ট এড্রেস কত?

৫. প্রথম ব্যবহারযোগ্য এড্রেস কোনটি?

৬. শেষ ব্যবহারযোগ্য এড্রেস কোনটি?

৭.  পরবর্তী নেটওয়ার্ক এড্রেস কোনটি?

৮. কতগুলো ব্যবহারযোগ্য এড্রেস আছে?

৯. ইহা কি হোস্ট, নেটওয়ার্ক অথবা ব্রডককাস্ট এড্রেস?

 

উত্তরগুলো হলো

. ইহার সাবনেট মাস্ক কত?

আমরা জানি যে, ক্লাস-বি এর ক্ষেত্রে ডিফল্ট প্রিফিক্স  /১৬ । থাহরে এখানে অতিরিক্ত বিট আছে(২২-১৬)=৬টি। আমরা আরেকটি তথ্য জানি যে,

১২৮ -১৯২-২২৪-২৪০-২৪৮-২৫২-২৫৪-২৫৫

যেহেতু ৬টি বিট অতিরিক্ত আছে সেহেতু ৬তম বিটের মান হবে-২৫২

তাহলে সাবনেট মাস্ক হচ্ছে- ২৫৫.২৫৫.২৫২.০

. ব্লক সাইজ কত?    

যেকোন ব্লক সাইজ আমরা বাহির করব

২৫৬ থেকে শেষের য়ে মানটি পাব তা বিয়োগ করব

২৫৬-২৫২=৪

তাহলে এখানে ব্লক সাইজ হলো ৪

এখন আমাদের নেটওয়ার্ক গুলো হবে

১৭২.১৬.০.০/২২

১৭২.১৬.৪.০/২২

১৭২.১৬.৮.০/২২

১৭২.১৬.১২.০/২২

১৭২.১৬.১৬.০/২২

১৭২.১৬.২০.০/২২

আমাদেরকে যে নেটওয়ার্কটি দেওয়া হয়েছে ইহা

১৭২-১৬-১৬-০ থেকে ১৭২.১৬.১৯.২৫৫ এর মধ্যে রয়েছে।

 

. ইহার নেটওয়ার্ক এড্রেস কত?

১৭২.১৬.১৬.০/২২

 

. ইহার ব্রডকাস্ট এড্রেস কত?

১৭২.১৬.১৯.২৫৫/২২

যেহেতু পরবর্তী নেটওয়ার্ক -১৭২.১৬.২০.০/২২

 

৫. প্রথম ব্যবহারযোগ্য এড্রেস কোনটি?

১৭২.১৬.১৬.১/২২

 

৬. শেষ ব্যবহারযোগ্য এড্রেস কোনটি?

১৭২.১৬.১৯.২৫৪/২২

 

৭. পরবর্তী নেটওয়ার্ক এড্রেস কোনটি?

পরবর্তী নেটওয়ার্ক -১৭২.১৬.২০.০/২২

 

৮. কতগুলো ব্যবহারযোগ্য এড্রেস আছে?

২ ^১০=১০২৪-২=১০২২

 

৩. ইহা কি হোস্ট, নেটওয়ার্ক অথবা ব্রডককাস্ট এড্রেস?

হোস্ট

 

 

আজকের মতো এখানেই শেষ করছি ।

Comments

comments

About the author

তিতাস সরকার

আমি তিতাস সরকার। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইটি তে মাস্টার্স করেছি এবং সিসিএনএ পরীক্ষা দিয়ে সিসকো সার্টিফাইড হয়েছি।ইনফরমেশন টেকনোলজি নিয়ে জানতে এবং জানাতে ভাল লাগে, তাই আমার এই উদ্যোগ। আশাকরি আইটিতে ক্যারিয়ার করতে আগ্রহী নতুনদের এই কোর্সটি কাজে লাগবে। আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেইজবুকের এই লিংকে:
https://www.facebook.com/titas.sarker

Leave a Reply