«

»

সেপ্টে. 02

বেসিক এডোবি ফটোশপঃ লেকচার ৭ – Color & Combination

[ কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ]

আজ আমাদের ৭ম লেকচার। কোর্সের সিলেবাসে একটু পরিবর্তন করে এই লেকচারটি আগে দিলাম কারন কালার নিয়ে জানা অনেক জরুরী। আজ আমরা কালার সম্পর্কে কিছু ধারনা নিব। প্রথমেই লেকচার দেখে নিন।  (শেষের দিকে বৃষ্টি নামার কারনে সাউন্ডে একটু সমস্যা হয়েছে। একটু কষ্ট করে শুনে নিবেন)

 

নিচে দেখুন ভিডিওঃ

 

কালার প্রধানত ৩ প্রকার।

– Primary Colors

– Secondary Colors

– Tertiary Colors

 

Primary Colors কী?

– সহজ ভাষায়, যে কালারগুলো অন্যকোন কালার দিয়ে তৈরি করা সম্ভব নয়, তারাই Primary Colors. এগুলো হলঃ লাল, নীল আর হলুদ।

Secondary Colors কী?

৩টি প্রাইমারি কালার একেঅপরের সাথে একবার করে মিশে যেসকল নতুন কালারের সৃষ্টি করে সেই কালারগুলোকে বলা হয় Secondary Colors। Secondary Colors ৩টি।

Tertiary Colors কী?

৩টি প্রাইমারি আর ৩টি সেকেন্ডারি কালার একেঅপরের সাথে একবার করে মিশে যেসকল নতুন কালারের সৃষ্টি করে সেই কালারগুলোকে বলা হয় Tertiary Colors। Tertiary Colors ৬টি।

 

দেখে নিন কালারের কিছু চমতকার ব্যবহার এখানেঃ

 

 

আপনার কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন অথবা আমাকে ই-মেইল করুন farhan.rizvi93@gmail.com এ। ধন্যবাদ।

Comments

comments

About the author

ফারহান রিজভী

আমি ফারহান রিজভী, পড়াশুনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Multimedia Technology & Creative Arts এর প্রথম বর্ষে। পেশাতে আমি একজন ছাত্র, সাথে ফ্রিল্যান্স ওয়েব ও গ্রাফিক ডিজাইনার। গত দেড় বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে সবাইকে শেখাতে। তাই শিক্ষক.কম এ আসা।

Leave a Reply