[ কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ] স্বাগত জানাচ্ছি আমাদের চার নম্বর লেকচার এ । নিচের ইমেজ থেকে থেকে দেখে নিন কি থাকছে আমাদের এ লেকচার টিতে ।
উপরের ইমেজ থেকে খুব সহজে দেখে নিতে পারেন সব ধরনের অপারেটর গুল । চলুন আমাদের এ পর্বের ভিডিও টি দেখি :
এ পর্বের একটি প্রোজেক্ট । ভিডিও টিতে প্রোজেক্ট টি ৩০ ভাগ করা হইছে , বাকিটা আপনাদের জন্য রেখেছি । আশা করি কোড টি করবেন এবং আমার ইমেইল এ সেন্ড করবেন, কোথাও বেধে গেলে অবশ্যই কমেন্ট করবেন । আপনার সম্পূর্ণ কোড টি দরকার হলে আমাকে জানাবেন , তবে অবশ্যই আপনি কতদুর পর্যন্ত করলেন সেই কোড টি ও আমাকে সেন্ড করবেন। নিচের ভিডিও থেকে দেখে নিন আমাদের প্রথম প্রোজেক্ট টি