«

»

জুলাই 18

জাভাস্ক্রিপ্ট পরিচিতি – লেকচার ৪ – অপারেটর এন্ড এক্সপ্রেশন

কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ] স্বাগত জানাচ্ছি আমাদের  চার নম্বর  লেকচার এ । নিচের ইমেজ থেকে থেকে দেখে নিন কি থাকছে আমাদের এ লেকচার টিতে  ।

Operator

উপরের ইমেজ থেকে খুব সহজে দেখে নিতে পারেন সব ধরনের অপারেটর গুল । চলুন আমাদের এ পর্বের ভিডিও টি দেখি :

 

এ পর্বের একটি প্রোজেক্ট । ভিডিও টিতে প্রোজেক্ট টি ৩০ ভাগ করা হইছে , বাকিটা আপনাদের জন্য রেখেছি । আশা করি কোড টি করবেন এবং আমার ইমেইল এ সেন্ড করবেন, কোথাও বেধে গেলে অবশ্যই কমেন্ট করবেন । আপনার সম্পূর্ণ কোড টি দরকার হলে আমাকে জানাবেন , তবে অবশ্যই আপনি কতদুর পর্যন্ত করলেন সেই কোড টি ও আমাকে সেন্ড করবেন। নিচের ভিডিও থেকে দেখে নিন আমাদের প্রথম প্রোজেক্ট টি

 

Capture

Comments

comments

About the author

সজীবুর রহমান

আমি সজিবুর রাহমান বর্তমানে University Malaysia Sarawak এ কম্পিউটার সায়েন্স এন্ড ইনফর্মেশন টেকনোলজি বিভাগে (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ) স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত । এর আগে রুপপুর বয়েজ স্কুল থেকে SSC এন্ড ঈশ্বরদী সরকারী কলেজ থেকে HSC পাস করি ।

Leave a Reply