«

»

জুলাই 18

HSC English Text Reading – Lecture 11

Unit-4 Lesson-4 Text Book page no- 52

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]

 

বিষয়বস্তু
বনসাই হচ্ছে বৃহৎ বৃক্ষের জীবন্ত ক্ষুদ্র প্রতিরূপ। এটা ১০০০ বছর আগে চীনে প্রথম শুরু হয়। প্রাচীন জাপানী অভিজাতরাও বনসাই চর্চা করতেন। বনসাই পদ্ধতি টবে গাছ লাগানোর মত কোনো সাধারণ পদ্ধতি নয়। এটা একটা শিল্প যাতে অনেক কৌশল করতে হয়। এতে বিশেষ ধরনের পাত্র, তারের জালি, তামার তার ইত্যাদির সাহায্যে এমন কৌশলে কাজ করা হয় যাতে মূল গাছের মতই শিকড়, কান্ড, ডালপালা ও পাতা হুবহু জীবন্ত অবস্থায় থাকে কিন্তু আকারে তা হয় মূল গাছের তুলনায় অতিক্ষুদ্র। বনসাইকে প্রধানতঃ দুই ভাগে ভাগ করা হয়। প্রথমতঃ ডালপালার আকার আকৃতি অনুযায়ী দ্বিতীয়তঃ উচ্চতা অনুযায়ী। উচ্চতা অনুযায়ী তা আবার ৩ ধরনের হয় যথাঃ ছোট, মাঝারি ও বড়। বনসাই অত্যন্ত দামী শিল্প।

লেকচার
বিরাট বৃক্ষকে বাড়তে না দিয়ে বিশেষ কৌশলে তাকে খাটো কারে রেখে মূল গাছের ক্ষুদ্র প্রতিরূপ তৈরী করার নাম বনসাই। সাধারণভাবে ঘরে আমরা যেভাবে টবে ফুলগাছ লাগাই এটা সে ধরনের নয়। এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের কৌশলপূর্ণ শিল্প। এতে বড় গাছের ক্ষুদ্র প্রতিরূপ তৈরী করে শৈল্পিক চেহারা দেয়া হয়।

হুবহু একটা বটবৃক্ষের মাত্র ২ ফূট উঁচু প্রতিরূপ যখন ড্রইং রুমে শো-পিস্ হিসেবে রাখা হয় তখন তা ঘরটির আবহকেই যেন বদলে দেয়। এতদিন যে প্রকৃতি মানুষকে ছায়া ও আশ্রয় দিয়ে এসেছে সেই বিপুল প্রকৃতি যেন তখন মানুষের মনের ছায়ায় আশ্রয় পায়। তাই শিল্পবোদ্ধাদের কাছে বনসাইয়ের কদর অনেক বেশী। বনসাই তৈরীর ক্ষেত্রে গাছকে বাঁচিয়ে রেখে তার বৃদ্ধিকে রোধ করার কৌশল অবলম্বন করা হয়। গাছের শিকড় ছেঁটে দিয়ে মাটি থেকে গাছের খাদ্য গ্রহণের হার কমানোর ব্যবস্থা করা হয়। তারপর কান্ড ও ডালপালাকে তামার তার দিয়ে পেঁচিয়ে রেখে বিভিন্ন এঙ্গেলে টেনে বেঁধে রাখা হয় এবং বনসাইকে ইচ্ছামত আকৃতি দেয়া হয়।। এভাবে বনসাই বৃহৎ কোনো বৃক্ষের ক্ষুদ্র অথচ জীবন্ত প্রতিরূপ হিসেবে শোভা পায়।

বনসাইকে স্টাইল ও উচ্চতার দিক থেকে দুইভাগে ভাগ করা হয়। উচ্চতা হিসেবে আবার ছোট, মাঝারি ও বড় এই ৩ ধরনের ভাগ করা হয়। দামী শিল্প হওয়ার কারণে বনসাই করা শুধু অবসরের আনন্দই যোগায় না এটা অর্থকরী শিল্পও বটে। কথা প্রসঙ্গে বলা যায় যে, কেউ কেউ বনসাইকে শিল্প হিসেবে স্বীকার করেন না। বনসাইয়ের বিরুদ্ধবাদীদের মতে বনসাই তৈরী কোনো শিল্প নয় বরং এটা একটা বিকৃতি। প্রকৃতির স্বাভাবিক বৃদ্ধি ও গতিকে রোধ করা কোনো শিল্প হতে পারে না। সে যা-ই হোক বিরুদ্ধমত থাকা সত্বেও বনসাই চর্চা থেমে থাকেনি।

Main Text:
Bonsai is the art of growing trees and other plants into/in small containers in such a way that it become the miniature of a real tree. A Bonsai tree may be 10 years old but have a height of one foot only. The art of Bonsai originated perhaps more than 1000 years ago in China. Early Japanese aristocrats also showed a fondness for/in Bonsai and contributed greatly to its development. Bonsai is different with/from normal pot-planting as it is considered an art form. A Bonsai tree is carefully shaped to remain small but still has the appearance of a large tree. It does not need large pots but small containers and not much of soil. A Bonsai container has holes in the bottom which are covered by/with small nets so that the soil does not flow out with the water. The plant is then taken out of/for its original pot and one-third of its root is cut out/off. It is then tied to/with the bottom of the pot with the help of wires. Soil is then spread out/over it to cover the container, but about an inch of the root is allowed to stay above/on the soil to enhance beauty. The soft branches of the plant are coiled by/with wires so that they are compelled to grow the way the planter want them to grow. This allows the planter to give the tree a particular shape. A bonsai plant is never allowed to grow too high. In fact Bonsai is classified in two ways- a) the style in which the branches are planted and shaped, and b) their sizes. Plants that are below/under 6 inches are called miniature, 6-12 inches: small, 12-24 inches are called large. Almost all woody plants can be grown as Bonsai. The art of Bonsai is now quite popular at/in many places of the world. For some people, it is not only an interesting pastime but also a moneymaker.

Comments

comments

About the author

ফিরোজ আহমেদ

আমি ফিরোজ আহমেদ। অবস্থান- বগুড়া শহর, বগুড়া, বাংলাদেশ। এস.এস.সি ও এইচ.এস.সি তে সাইন্স ব্যাকগ্রাউন্ডসহ ইংরেজী সাহিত্যে অনার্সসহ মাস্টার্স করেছি। “এ্যাপ্লাইড ইংলিশ পয়েন্ট”- নামে ইংরেজী শিক্ষার প্রাইভেট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক। পাঠ্য সহায়ক পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠানের সাথে খন্ডকালীন লেখক হিসেবে জড়িত। সাহিত্য বিষয়ের সমালোচনামূলক পাঠপত্রের ভক্ত। সৃষ্টিশীল লেখালেখিতে আগ্রহী। বাংলাদেশের একাডেমিক পড়াশুনাতে মাল্টিমিডিয়া এবং আইটি সুবিধাদির ব্যাপক প্রসার হোক এটাই আমার একান্ত চাওয়া।

Leave a Reply