[ কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক ]
জাভাস্ক্রিপ্ট কি ?
সহজ কথায় জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । এটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটি একটি লাইটওয়েট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । অনেকেই আমরা ভেবে থাকি জাভা এবং জাভাস্ক্রিপ্ট একই ল্যাঙ্গুয়েজ , কিন্তু না জাভা এবং জাভাস্ক্রিপ্ট সম্পূর্ণ আলাদা দুটি ল্যাঙ্গুয়েজ । ইউজার যদি ইচ্ছে করে যে সে জাভাস্ক্রিপ্ট অফ করে রাখবে , সে তা করতে পারে কারন জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ যার অর্থ হচ্ছে জাভাস্ক্রিপ্ট চলবে ইউজার কম্পিউটার এ ব্রাউজার এর মাধ্যমে ।বর্তমানে সব প্রধান ব্রাউজার গুল জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে । যেহেতু জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ , সেহেতু এটি সারভার এর কোন কিছু অ্যাক্সেস করতে পারবে না( বর্তমানে আমরা জাভাস্ক্রিপ্ট বেসড সারভার , node.js ব্যাবহার করতে পারী ) , যেমন ডাটাবেস ।
জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে আমরা কি করতে পারি ?
ওয়েব ফরম এর তথ্য যাচাই করতে
কুকিজ তৈরি করতে ।
ওয়েব পেজ কে রেসপনসিভ করতে ।
ভিজিটর এর ব্রাউজার ইনফর্মেশন পেতে ।
এইচটিএমএল কন্টেন্ট গুলকে আর বেশি ডাইনামিক করতে ।
আর ও অনেক কিছুই করা যাই
ডেক্সটপ বেসড অ্যাপ্লিকেশান তৈরি করতে । ভিজিট – – > APPJS
মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট । ফোনগ্যাপ , Intel XDK , Sencha etc.
জাভাস্ক্রিপ্ট পপুলারিটি
জাভাস্ক্রিপ্ট এর পপুলারিটি সব সময়ই বাডছে , redmonk এর নিচের ইমেজ থেকে বুজে নিতে পারেন এর পপুলারিটি ।
জাভাস্ক্রিপ্ট এর ইতিহাস খুব সহজে দেখে নিতে পারেন গুগল এ সার্চ দিয়ে ।
আমাদের কোর্স এর ভিডিও টী :
এ লেকচার এর স্লাইড ইমেজ
বিশেষ দ্রষ্টব্য : কিভাবে লেকচার গুলো হলে ভাল হই , এই বিষয় এ আপনাদের মতামত আশা করছি । ধন্যবাদ সবাইকে ।