«

»

জুলাই 07

উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান (DNA গঠন ও অনুলিপন): লেকচার ১০ (মানবসভ্যতায় DNA অনুলিপনের প্রতিফলন)

উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান (DNA গঠন ও অনুলিপন) শীর্ষক লেকচার সিরিজের এটা সর্বশেষ পর্ব। এর আগের পর্বে DNA অনুলিপন মূল ধাপগুলো নিয়ে বিশদ আলোচনার শেষ অংশ প্রকাশ করা হয়েছিল।

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিঙ্ক]

(লেখা স্পষ্ট বোঝার জন্য সর্বোচ্চ রেজ্যুলুশনে দেখার অনুরোধ রইল)

শিক্ষক সম্পর্কে: মো. আরিফুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে বিএসসি অনার্স এবং এমএসসি (বোটানি/উদ্ভিদবিজ্ঞান) শেষ করার পর পরই চট্টগ্রাম বিজ্ঞান কলেজ এ উদ্ভিদবিজ্ঞান পড়ানোর দায়িত্ব নেন। বর্তমানে অত্র প্রতিষ্ঠানের জীববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান এবং চীফ-কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত আছেন। কোর্স সংক্রান্ত যেকোন প্রশ্ন করতে ইমেইলে (arif_110982@yahoo.com), ফেসবুকে অথবা সরাসরি ০১৮১৮৭৩৪৯৭৩ নম্বরে যোগাযোগ করা যাবে।

Comments

comments

About the author

চট্টগ্রাম বিজ্ঞান কলেজ

বন্দর নগরী চট্টগ্রামে বিজ্ঞান শিক্ষার প্রসারের লক্ষ্য নিয়ে ড. মোহাম্মদ জাহেদ খান ২০০৮ সালে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালে এটিই ছিল চট্টগ্রামে বিজ্ঞান বিভাগের জন্য বিশেষায়িত একমাত্র বেসরকারী কলেজ। বর্তমানে প্রতি সেশনে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানে ৯০০ এর অধিক ছাত্রছাত্রী পড়ালেখা করছে এবং প্রতিবছর বোর্ড পরীক্ষায় ভাল ফলাফল করে আসছে।

Leave a Reply