প্রাথমিক গণিত কোর্সের পড়ুয়াদের স্বাগত জানাই। নিবন্ধন করে না থাকলে চট করে এখানে ক্লিক করে নাও। আর কোর্সের মূল পাতাটা এখানে।
আমরা শুরু করছি গণণা দিয়ে। গণণা হল মানুষের প্রথম বুদ্ধিমত্তার প্রকাশ। শিকার করা পশুর হিসাব রাখার জন্য গণণার শুরু। প্রথমে কিছু লাঠি ব্যবহার করেই সংখ্যার হিসাব রাখা হতো। পরে মানুষ যখন গুহার দেয়ালে লিখতে শুরু করলো তথনই সে কাঠিকে একটি দাগ দিয়ে প্রকাশ করতে শুরু করে।
কাঠি দিয়ে সাধারণ যোগ বা বিয়োগ করা যেত। তবে, যখনই সংখ্যা বেশি হয়ে গেল তখনই বোঝা গেল কাঠি পদ্ধতিতে আর যাই হোক ভাল মানের গণনা হবে না। তখন শুরু হল চিহ্নের ব্যবহার।
এখনো অনেক পাইকারি বাজারে হিসাব রাখার জন্য লাঠি ব্যবহার করা হয়।