অ্যাপইনভেন্টর ভিত্তিক অ্যান্ড্রোয়েড এপ্লিকেশন ডেভলপমেন্ট কোর্সের নবম লেকচারে স্বাগতম। এই লেকচারকে দুই অংশে ভাগ করা হয়েছে।
(ক) গেইম-Hunter Frog!
(খ) Notifier, Sound recorder, Player, Toggle Button কম্পোনেন্ট!
এই লেকচারের প্রথম অংশে একটি সিম্পল গেইম তৈরির টিউটোরিয়াল দেখাবো। গেইম তৈরির মূল উদ্দেশ্য বল,ক্যানভাস এবং ইমেজ স্প্রাইট কম্পোনেন্ট সম্পর্কে ধারনা নেয়া।
Huter Frog গেইম এর সোর্স কোড Hunter Frog.aia
দ্বিতীয় অংশে যেসব কম্পোনেন্ট নিয়ে বলা হয়েছে-
- Notifier
- Sound Recorder
- Player
- Toggle Button
Sound recorder প্রোজেক্টের সোর্স কোড- Sound recorder.aia
Happy Inventing With appinventor!