(বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের HEQEP প্রকল্পের অংশ হিসাবে এই কোর্সটি পড়ানো হচ্ছে। কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যের এবং সবার জন্য উন্মুক্ত।
এই কোর্সে যারা নিবন্ধন করবেন এবং কোর্স শুরু ও শেষের সার্ভে/কোর্স এসাইনমেন্ট জমা দিবেন, তাদেরকে সিএসই বুয়েটে বাস্তবায়নাধীন হেকেপ উপ-প্রকল্প সিপি-২০৮০ (HEQEP Project CP-2080) ও শিক্ষক.কম এর পক্ষ থেকে কোর্স কম্প্লিশন সার্টিফিকেট দেয়া হবে।
[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিঙ্ক]
iOS অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সের আজকের লেকচারে সবাইকে স্বাগতম 🙂
আজকে আমরা আমাদের আইফোন অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য অবজেকটিভ সি ল্যাংগুয়েজ শেখা শুরু করব।
লেকচার ভিডিও
আজকের লেকচারের প্রয়োজনীয় কোড নিচের লিংকের Bitbucket Git Reposity তে পাওয়া যাবে। ওখান থেকে ক্লোন কিংবা ডাউনলোড করে নিতে হবে।
আজকের লেকচারের উপর একটা ছোট অ্যাসাইনমেন্ট নিচের লিংকে পাওয়া যাবে।
আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখুন। আমি সাধ্যমত উত্তর দেয়ার চেষ্টা করব।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 🙂