লেকচার ৭ এ একটি নোট সেভার অ্যাপ্লিকেশন ক্রিয়েটের মাধ্যমে মুলত TinyDB এবং clock কম্পোনেন্ট সম্পর্কে ধারনা দেয়া হলো।
আজকের প্রজেক্টে একটি নোট টেকিং অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবো যার ইউজার ইন্টারফেসে একটি টেক্সট ইনপুট বক্স থাকবে। এই বক্সে টেক্সট বা নোট ইনপুট করে ক্লোক কম্পোনেন্টের সাহায্যে এন্ট্রির টাইম সহ নোট ডাটাবেসে সেভ করে রাখা যাবে। সিম্পল ইউজার ইন্টারফেসে মেইন সাবজেক্টগুলো তুলে ধরা হয়েছে। আপনি চাইলে প্রোজেক্টটিকে মডিফাই করতে পারেন। ইউজার ইন্টারফেসে বা সাবমিট বাটনে ইমেজ অ্যাড করে ইন্টারফেস ডাইনামিক করতে পারেন।
হ্যাপি ইনভেন্টিং উইথ অ্যাপইনভেন্টর!