«

»

মে 15

অ্যাপইনভেন্টর ভিত্তিক অ্যান্ড্রোয়েড এপ্লিকেশন ডেভলপমেন্টঃ লেকচার ৭: TinyDB & Clock কম্পোনেন্ট (নোট সেভিং অ্যাপ)!

লেকচার ৭ এ একটি নোট সেভার অ্যাপ্লিকেশন ক্রিয়েটের মাধ্যমে মুলত TinyDB এবং clock কম্পোনেন্ট সম্পর্কে ধারনা দেয়া হলো।

আজকের প্রজেক্টে একটি নোট টেকিং অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবো যার ইউজার ইন্টারফেসে একটি টেক্সট ইনপুট বক্স থাকবে। এই বক্সে টেক্সট বা নোট ইনপুট করে ক্লোক কম্পোনেন্টের সাহায্যে এন্ট্রির টাইম সহ নোট ডাটাবেসে সেভ করে রাখা যাবে। সিম্পল ইউজার ইন্টারফেসে মেইন সাবজেক্টগুলো তুলে ধরা হয়েছে। আপনি চাইলে প্রোজেক্টটিকে মডিফাই করতে পারেন। ইউজার ইন্টারফেসে বা সাবমিট বাটনে ইমেজ অ্যাড করে ইন্টারফেস ডাইনামিক করতে পারেন।

 

হ্যাপি ইনভেন্টিং উইথ অ্যাপইনভেন্টর!

Comments

comments

About the author

নিলয় ষুভ

আমি নিলয় শর্মা শুভ। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে পড়াশুনা করছি। সব সময় ঝোঁক ছিল প্রোগ্রামিং এর উপর! কিন্তু সে ইচ্ছে পূরন হওয়ার জন্য পথ খুঁজে পাওয়া হয় নি। এখনও সখের সেই লক্ষ্য নিয়েই আছি।
লেকচার সম্পর্কিত যেকোন যোগাযোগঃ http://facebook.com/n1loy.5huvo

Leave a Reply