[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
নিউরোসায়েন্স লেকচার ৯: পারসেপশন বা অনুধাবন (দৃষ্টি)
আমাদের চারপাশের পৃথিবীতে যা ঘটে তা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে অনুধাবন বা পারসিভ করে থাকি। আমাদের ব্রেইন কিভাবে বাইরের পরিবেশের বিভিন্ন তথ্য সুনির্দিষ্ট সিগন্যাল হিসাবে গ্রহণ করে এবং প্রসেস করে তা এই লেকচারে আলোচনা করেছি।
ইন্দ্রিয়গুলোর মধ্যে চোখের আলোচনা সবার আগে আসে, কাজেই চোখ বা দৃষ্টি শক্তির উপরে এই পর্বের প্রধান আলোচনা।
- দর্শনের জন্য ব্যবহৃত সেল সমূহ
- চোখের কাঠামো এবং কার্যকারিতা
- লাইট সিগন্যাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপাদন
- বাইনোকুলার ভিশন
- ইমেজ উৎপাদন
আগামি লেকচারে থাকবে ইমেজ প্রসেসিং