«

»

মার্চ 23

এপইনভেন্টর-অ্যান্ড্রোয়েড এপ্লিকেশন ডেভলপমেন্টঃ লেকচার ৩: প্রথম অ্যাপলিকেশন ডেভলপমেন্ট টিউটোরিয়াল-(আমার সোনার বাংলা)

শিক্ষক.কম এর অ্যাপইনভেন্টর ভিত্তিক অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সের তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। কোর্সের মূল পাতা/সিলেবাস এবং নিবন্ধনের লিংক নিচে দেখুন।

[কোর্স পাতা | নিবন্ধনের লিংক]

আজকে প্রথম এপ্লিকেশন (আমার সোনার বাংলা) তৈরি করবো!
যেকোন প্রোগ্রামিংএ একটি প্রথাগত ফার্ষ্ট প্রোগ্রাম সাধারনত “Hello World” মেসেজটি প্রিন্ট আউট করে, এটা দেখার জন্য যে সব কিছু ঠিক ভাবে কাজ করছে। এই প্রথা ১৯৭০ সাল থেকে চলে আসছে; Brian Kernighan C Language এর উপর কাজ করার সময় থেকে।
অ্যাপইনভেন্টরের মাধ্যমে আমরা যে প্রথম অ্যাপটি তৈরি করবো, সেখানে শুধু মেসেজ প্রিন্ট আউট এর থেকেও অনেক বেশি কিছু করা যাবে। অনেক সিম্পল ভাবে অনেক বেশি কিছু করা সম্ভব।

আজকে আমরা যে প্রথম এপ্লিকেশন তৈরি করবো তার নাম “আমার সোনার বাংলা”

এপ্লিকেশনে একটি দেশের লাল সবুজের পতাকা থাকবে। যেখানে টাচ করার পর ‘আমার সোনার বাংলা’ মিউজিক প্লে হবে।
সোর্স ফাইলঃ এই প্রজেক্টে ব্যবহৃত ‘আমার সোনার বাংলা’ মিউজিক এবং পতাকা জিপ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারেন।
amarsonarbangla.zip (2800 downloads)

 

আজকের লেকচারে খুব সিম্পল উপায়ে কিভাবে একটি এপ্লিকেশন তৈরি করবেন তা আলোচনা করলাম, যা একটি বেসিক লেভেলের অ্যাপ। পরবর্তীতে বেসিক থেকে আরও অ্যাডভান্সড লেভেলের এপ্লিকেশন টিউটোরিয়াল দেয়ার চেষ্টা করবো। ভালো থাকুন।

Comments

comments

About the author

নিলয় ষুভ

আমি নিলয় শর্মা শুভ। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে পড়াশুনা করছি। সব সময় ঝোঁক ছিল প্রোগ্রামিং এর উপর! কিন্তু সে ইচ্ছে পূরন হওয়ার জন্য পথ খুঁজে পাওয়া হয় নি। এখনও সখের সেই লক্ষ্য নিয়েই আছি।
লেকচার সম্পর্কিত যেকোন যোগাযোগঃ http://facebook.com/n1loy.5huvo

Leave a Reply