«

»

ফেব্রু. 09

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট: লেকচার ৪: ইউজার ইন্টারফেস ১০১ (ক)- ইনপুট কন্ট্রোলস ও ইনপুট ইভেন্টস

আজকে আমরা শিখবঃ
১) কিভাবে ইউজার ইন্টারফেসে বিভিন্ন ধরনের কন্ট্রোল ব্যবহার করা যায়
২) কিভাবে বিভিন্ন ধরনের ইনপুট ইভেন্ট নিয়ে কাজ করতে হয়

মূলত নিম্নলিখিত ইউজার ইন্টারফেস কন্ট্রোলগুলো নিয়ে কাজ করবঃ
১) বাটন, ইমেজ বাটন, কাস্টম বাটন
২) টেক্সটফিল্ড
৩) রেডিও বাটন, চেকবক্স ও টোগল বাটন
৪) স্পিনার ও পিকার ইত্যাদি

ভিডিওঃ ১
১) বাটন, ইমেজ বাটন
২) স্পিনার ও অটোকমপ্লিট টেক্সটফিল্ড

লেকচার ৪: ইউজার ইন্টারফেস ১০১ (ক)- ইনপুট কন্ট্রোলস ও ইনপুট ইভেন্টস ১ম অংশ

সোর্স কোডঃ
১) বাটন, ইমেজ বাটন: UIControlsDemo_1_button.zip (11040 downloads)
২) স্পিনার ও অটোকমপ্লিট টেক্সটফিল্ড: UIControlsDemo_2_adapter_views.zip (7371 downloads)

ভিডিওঃ ২
১) রেডিও বাটন, চেকবক্স ও টোগল বাটন
২) ডেটপিকার ও টাইমপিকার

লেকচার ৪: ইউজার ইন্টারফেস ১০১ (ক)- ইনপুট কন্ট্রোলস ও ইনপুট ইভেন্টস ২য় অংশ

সোর্স কোডঃ
১) রেডিও বাটন, চেকবক্স ও টোগল বাটন: UIControlsDemo_3_check_radio_toggle.zip (14572 downloads)
২) ডেটপিকার ও টাইমপিকার: UIControlsDemo_4_pickers.zip (14242 downloads)

স্লাইডঃ

হোমওয়ার্কঃ
এছাড়া আজকে একটি এসাইনমেন্ট/হোমওয়ার্ক দেওয়া হল। হোমওয়ার্কের রিকয়ারমেন্টস এবং সাবমিট করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে ভিডিওতেঃ

ভিডিওঃ

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট: এসাইনমেন্ট ১

স্লাইডঃ

ইন্সট্রাকশনঃ স্লাইড দ্রষ্টব্য
ডেডলাইনঃ ফেব্রুয়ারি ২২, ২০১৪

Comments

comments

About the author

Ahsanul Karim

আমি আহসানুল করিম। ২০০৭ সালে বুয়েট(CSE) থেকে স্নাতক পর্যায়ের লেখাপড়া শেষ করি এবং কয়েকজন বন্ধুসহ Sentinel Solutions Ltd, নামের একটা স্টার্ট-আপ শুরু করি। এর পাশাপাশি পরবর্তীতে আমি বেসিস ও বুয়েটে মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্টের কয়েকটি ট্রেনিং-এ যুক্ত হই। এছাড়া মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্টের উপর বুয়েট ছাড়াও কুয়েট, চুয়েট, ডুয়েট-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু ওয়ার্কশপ ও ট্রেনিং প্রোগ্রামে কাজ করেছি। বর্তমানে আমি Stony Brook University-তে লেখাপড়া করছি এবং CA Technologies নামে একটি কোম্পানিতে রিসার্চ এসিস্ট্যান্ট হিসাবে মোবাইল সিকিউরিটি নিয়ে কাজ করছি।

Leave a Reply