«

»

মার্চ 05

মাইক্রোসফট এক্সেল – লেকচার ৩. ফরমেটিং সেল

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]


আজকের লেকচারটিতে আমরা দেখব

১) সেল এর ডাটা টাইপ নির্ধারণ
২) ফন্ট
৩) টেক্সট ডেকোরেশন
৪) রোটেট সেল
৫) সেটিং কালার
৬) টেক্সট এলাইনমেন্ট
৭) মার্জ সেল
৮) বর্ডার

[sample doc]

 

শর্টকাট কি:

  • Press Control + 1 or Shift + Control + F Open Format Cell Dialogue.
  • Press Control + B makes text highlighted.
  • Press Control + I makes text italic.
  • Press Control + U text to be underlined.

 

আজ এপর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে জলদি কমেন্টে জানান।

Comments

comments

About the author

হাসান হাবীব

আমি হাসান হাবীব, পেশায় সফটওয়্যার ডেভেলপার। বর্তমানে তানজানিয়াতে একটি উন্নয়ন সংস্থায় কর্মরত আছি। শিখতে এবং শেখাতে ভাল লাগে আমার। আশা করি শিক্ষক.কম এ আমার কোর্সগুলো থেকে আপনারা উপকৃত হবেন।

Leave a Reply