সবাইকে পাইথন পরিচিতি কোর্সের তৃতীয় ইউনিটে স্বাগতম। এই ইউনিটে আমরা কী শিখবো?
আলাদা ফাইলে পাইথন প্রোগ্রাম লেখা এবং সেটা রান করাটা দেখে নেই।
আরেকটা প্রোগ্রাম লেখি।
পাইথনে ফাংশনের ব্যবহার।
পাইথনে ফাংশন কীভাবে লিখে?
এবারে নিজেই একটি ফাংশন লিখে ফেলি।
ফাংশনের ভেতরে প্যারামিটার পাঠানো।
কাজটা নিজে করে দেখি।
ফাংশনের ভেতর প্যারামিটার পাঠানোর সময় ডিফল্ট মান দেওয়া এবং একাধিক আইটেম রিটার্ন করা।
এসো কাজটি করে দেখি।
মডিউল কীভাবে বানায়?
নিজের মডিউল তৈরি করি।
প্যাকেজ কী জিনিস?
প্যাকেজ তৈরি করি।
দেখা হবে পরের ইউনিটে।
তোমরা যদি এখন একটু কষ্ট করে পাইথন অফিশিয়াল টিউটোরিয়ালের মডিউল অধ্যায়টা পড়ে ফেলো তাহলে খুব ভালো হয়। লিঙ্ক: http://docs.python.org/2/tutorial/modules.html, পড়ার সময় কোনো কিছু না বুঝলে ভয় পাওয়ার কারণ নাই। পরে একসময় আবার পড়তে, তখন ঠিক বুঝে যাবে।