রাসায়নিক গণনা (বেসিক অধ্যায়)
[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
শিক্ষার্থী বন্ধুরা,আশা করি ভাল আছ। উচ্চমাধ্যমিক রসায়নের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম।
গত লেকচারে আমি রাসায়নিক গণনার প্রয়োজনীয় সকল তত্ত্ব আলোচনা করেছি। এই লেকচার থেকে শুরু হচ্ছে ম্যাথম্যাটিকাল প্রবলেম। আজকের ক্লাসে আমি % সংযুক্তি গণনা, স্থূল সংকেত,আণবিক সংকেত নির্ণয়ের পদ্ধতি আলোচনা করব।
আমার আলোচিত প্রবলেমগুলো নিয়ে কোন প্রশ্ন থাকলে অথবা অন্য যে কোন প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্স এ করার জন্য অনুরোধ করা গেল তবে প্রশ্ন যেন আজকের লেকচার সম্পর্কিত হয়। আমাদের সব ক্লাস এভাবে ভিডিও আকারে নেওয়া হবে। ভিডিওটির নিচে ডাউনলোড এর লিংক ও দেওয়া আছে। নেট স্পিড স্লো হলে অথবা ভবিষ্যতে কাজে লাগবে মনে হলে নিজের হার্ডডিস্ক এ সেভ করে রেখে দিন।
কোর্সের সব লেকচারের তালিকা দেখতে হলে উপরে কোর্সের মূল পাতায় ক্লিক করুন।
১ম অংশ
[ইউটিউব লিংক] http://www.youtube.com/watch?v=WHUDH309AHg
২য় অংশ
[ইউটিউব লিংক] http://www.youtube.com/watch?v=CbB6VDXuZUs
কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান। ভালো থাকুন সবাই।