রাসায়নিক গণনা (বেসিক অধ্যায়)
[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
উচ্চমাধ্যমিক রসায়নের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের অধ্যায়ের নাম রাসায়নিক গণনা। উচ্চমাধ্যমিক লেভেলে নতুন সিলেবাসে পেজ লিমিটেশনের কারণে এই অধ্যায়টি বাদ দেয়া হয়েছে। কিন্তু এই অধ্যায়টি ভালভাবে না জানলে অন্য অধ্যায়গুলো ভালভাবে বুঝা যাবেনা। তাই আমি এই অধ্যায়ের নাম দিয়েছি “বেসিক অধ্যায়”।
আজকের ক্লাসে আমরা স্থূল সংকেত,আণবিক সংকেত, % সংযুক্তি,মোল,অ্যাভোগেড্রো সংখ্যা,মোলার আয়তন সম্পর্কে ধারণা এবং ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের সব ক্লাস এভাবে ভিডিও আকারে নেওয়া হবে। ভিডিওটির নিচে ইউটিউব লিংকও দেওয়া আছে।
কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান। ভালো থাকুন সবাই।