«

»

জানু. 20

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট: লেকচার ১: এন্ড্রয়েড প্ল্যাটফর্ম পরিচিতি, প্রয়োজনীয় টুলস এবং প্রথম এপ্লিকেশন

(A course offered under the HEQEP Project CP-2080 being implemented at CSE, BUET)

এই কোর্সে যারা নিবন্ধন করবেন এবং কোর্স শুরু ও শেষের সার্ভে/কোর্স এসাইনমেন্ট জমা দিবেন, তাদেরকে সিএসই বুয়েটে বাস্তবায়নাধীন হেকেপ উপ-প্রকল্প সিপি-২০৮০ (HEQEP Project CP-2080) ও শিক্ষক.কম এর পক্ষ থেকে কোর্স কম্প্লিশন সার্টিফিকেট দেয়া হবে। বিস্তারিত কোর্সের মূল পাতায় দেখুন। 

 

কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক

লেকচার ১ (ক)- শুরুর আগে:

এই সেশনে নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছেঃ
১) বিভিন্ন মোবাইল এপ্লিকেশন প্লাটফর্ম (যেমনঃ আইফোন, এন্ড্রয়েড, ব্ল্যাকবেরী, উইন্ডোজ ফোন ইত্যাদি)
২) এন্ড্রয়েড প্লাটফর্ম-এ এপ্লিকেশন তৈরির সুবিধা
৩) গুগল প্লে স্টোর
৪) Application development trends ইত্যাদি।

যারা খুব দ্রুত কাজ শুরু করতে চান তারা নিশ্চিন্তে এই সেশনটি স্কিপ করতে পারেন। তবে এই সেশনের স্লাইডটির শেষে কিছু রিসোর্সের লিঙ্ক দেয়া আছে সেটি দেখতে পারেন।

ভিডিওঃ

লেকচার ১(ক): শুরুর আগে: এন্ড্রয়েড প্ল্যাটফর্ম পরিচিতি

লেকচার স্লাইডঃ

লেকচার ১ (খ)- শুরুঃ প্রয়োজনীয় টুলস এবং প্রথম এপ্লিকেশন

এই সেশনে নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছেঃ
১) এপ্লিকেশন ডেভেলপমেন্ট সাইকেল
২) ডেভেলপমেন্ট টুলস পরিচিতি
৩) সেটআপ
৪) হেলো ওয়ার্ল্ডঃ প্রথম এপ্লিকেশন
৫) ইমুলেটরে এপ্লিকেশন রান করা
৬) এপ্লিকেশন স্ট্রাকচার (সংক্ষিপ্ত)

ভিডিওঃ

লেকচার ১ (খ)- শুরুঃ প্রয়োজনীয় টুলস এবং প্রথম এপ্লিকেশন

লেকচার স্লাইডঃ

সোর্স কোড ডাউনলোড: HelloWorld.zip (75876 downloads)

যে কোন প্রশ্ন বা সমস্যা অথবা সাজেশন/ভুলত্রুটি থাকলে কমেন্টে পোস্ট করুন।

ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন।

Comments

comments

About the author

Ahsanul Karim

আমি আহসানুল করিম। ২০০৭ সালে বুয়েট(CSE) থেকে স্নাতক পর্যায়ের লেখাপড়া শেষ করি এবং কয়েকজন বন্ধুসহ Sentinel Solutions Ltd, নামের একটা স্টার্ট-আপ শুরু করি। এর পাশাপাশি পরবর্তীতে আমি বেসিস ও বুয়েটে মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্টের কয়েকটি ট্রেনিং-এ যুক্ত হই। এছাড়া মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্টের উপর বুয়েট ছাড়াও কুয়েট, চুয়েট, ডুয়েট-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু ওয়ার্কশপ ও ট্রেনিং প্রোগ্রামে কাজ করেছি। বর্তমানে আমি Stony Brook University-তে লেখাপড়া করছি এবং CA Technologies নামে একটি কোম্পানিতে রিসার্চ এসিস্ট্যান্ট হিসাবে মোবাইল সিকিউরিটি নিয়ে কাজ করছি।

1 comment

  1. Sami Ashik

    nice brother

Leave a Reply to Sami Ashik Cancel reply