[পূবর্ের লেকচার] [নিবন্ধন ফর্ম] [কোর্সের মূল পাতা]
আজকে আমরা পড়বো প্রোটিনের গঠনকে কিভাবে শ্রেণীবিন্যাস করা হয় এবং গঠনের অনুমান কিভাবে করা যায় এসব নিয়ে।
এই লেকচারটা ভিডিও ভিত্তিক। নিচের লিংক থেকে দেখে নিন।
গাঠনিক জীববিজ্ঞানের টাইমলাইন আসলে এবিষয়ে নোবেলপ্রাপ্তির সঙ্গে সঙ্গে বোঝা যায়। লিংকটি থেকে দেখে নিন।
গাঠনিক জীববিজ্ঞানের একটি আবিষ্কারকে বোঝার জন্য, তার পেছনের কাহিনী এবং বিজ্ঞানীর জীবন নিয়ে জানতে বাংলায় পড়ে নিতে পারেন নিচরে নিবন্ধ দুইটি।
ব্রায়ান কোবিলকা এবং জি-প্রোটিন কাপল্ড রিসেপ্টর ১
ব্রায়ান কোবিলকা এবং জি-প্রোটিন কাপল্ড রিসেপ্টর ২
এই কোর্স সম্বন্ধে কোন প্রশ্ন বা রিভিউ দিতে চাইলে এই ইমেইল এড্রেসে পাঠিয়ে দিন অনুগ্রহ করে: ktosman@gmail.com
সবাই ভাল থাকবেন।
শুভেচ্ছা।