«

»

নভে. 25

প্রোটিনের গঠন ৭: কিছু নোবেলজয়ী উদ্ভাবন

[পূবর্ের লেকচার] [নিবন্ধন ফর্ম] [কোর্সের মূল পাতা]

 

 

 

আজকে আমরা পড়বো প্রোটিনের গঠনকে কিভাবে শ্রেণীবিন্যাস করা হয় এবং গঠনের অনুমান কিভাবে করা যায় এসব নিয়ে।

এই লেকচারটা ভিডিও ভিত্তিক। নিচের লিংক থেকে দেখে নিন।

 

 

গাঠনিক জীববিজ্ঞানের টাইমলাইন আসলে এবিষয়ে নোবেলপ্রাপ্তির সঙ্গে সঙ্গে বোঝা যায়। লিংকটি থেকে দেখে নিন।

 

গাঠনিক জীববিজ্ঞানের একটি আবিষ্কারকে বোঝার জন্য, তার পেছনের কাহিনী এবং বিজ্ঞানীর জীবন নিয়ে জানতে বাংলায় পড়ে নিতে পারেন নিচরে নিবন্ধ দুইটি।

ব্রায়ান কোবিলকা এবং জি-প্রোটিন কাপল্ড রিসেপ্টর ১

ব্রায়ান কোবিলকা এবং জি-প্রোটিন কাপল্ড রিসেপ্টর ২

 

এই কোর্স সম্বন্ধে কোন প্রশ্ন বা রিভিউ দিতে চাইলে এই ইমেইল এড্রেসে পাঠিয়ে দিন অনুগ্রহ করে: ktosman@gmail.com

 

সবাই ভাল থাকবেন।

শুভেচ্ছা।

 

Comments

comments

About the author

খান ওসমান

আমি টরন্টো বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার জেনেটিক্স এর একজন পিএইচডি ছাত্র। কাজ করছি ম্যালেরিয়া জীবাণুর একধরনের প্রোটিন নিয়ে। আমার কাজ মূলতঃ এক্স-রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে প্রোটিনের গঠন নির্ণয়, এর সঙ্গে ম্যালেরিয়া রোগের সম্পর্ক নির্ধারণ এবং ঔষধ তৈরিতে সহায়তা করা ইত্যাদি বিষয়ের উপর। স্নাতক এবং মাস্টাসর্ ডিগ্রী অজর্ন করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনুজীববিজ্ঞান নিয়ে। আমার বতর্মান ল্যাব এর ওয়েবসাইটে ঢু মেরে দেখতে পারেন এখানে: www.thesgc.org.

Leave a Reply