«

»

নভে. 24

কোরিয়ান ভাষার সহজ পাঠ – লেকচার ৯ – কেনাকাটা করা

 

কোরিয়ান ভাষার সহজ পাঠ-লেকচার-৯

[কোর্সের মূল পাতা নিবন্ধনের লিংক]

কোরিয়াতে যাবার পর আপনি তো আপনার কাজ করবেন। তবে দেশে ফেরার আগে আমরা সবাই যা করি তা হলো, সাধ্যমত কিছু কেনাকাটা করা। বিভিন্ন শখের জিনিস যেমন, ক্যামেরা, ট্যাব, হস্ত শিল্পের নানা সামগ্রী, প্রসাধনী, স্যুভেনির এগুলোই তো সচরাচর কিনি আমরা। জিনিসপত্র কেনার সময় দামাদামী করবার অভিজ্ঞতা আমার নেই বললেই চলে, যেহেতু ওদের বেশিরভাগ দোকান নির্ধারিত মুল্যের। আমাদের বংগ বাজারের মার্কেটও আছে ওখানে। হয়ত সেখানে দামদর করার অবস্থা থাকতে পারে। এখানে সংযুক্ত ভিডিও লেকচারে অবশ্য দামাদামী করার মত কিছু দেয়া হয়নি। কারন এর জন্যে কোরিয়ান ভাষা আরেকটু বেশি জানতে হবে। কোন কিছুর দাম জানতে চাইলে বলতে হবে,이것은 얼마예요? অর্থাৎ ‘এর দাম কত?’। তবে কিছু শব্দ দিয়ে আপনি পুরো ভাবটাই প্রকাশ করতে পারেন। যেমন, 싸요, মানে স্বস্তা। এটা কোরিয়ান  싸다 থেকে এসেছে। 비싸요, মানে দামী। এটা এসেছে 비싸다 থেকে। এরপর আছে  깎아 주세요। এর মানে ‘দামটা কমিয়ে দিন’। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আর এরকম এক দুটা শব্দ সম্বল করেও কেনাকাটার কাজটা সারতে পারবেন।

 

মূল ভিডিও লেকচারে এমবেড করা গেলনা বলে আলাদা করে তিনটা ভিডিও লেসন ইউটিউবে আলাদাভাবে আপলোড করে দেয়া হল। এগুলোর মাধ্যমে শরীরের অংগ প্রত্যংগ, স্কুল/কলেজের কিছু জিনিসের সাথে পরিচিতি, অফিসের কিছু জিনিসপত্রের কোরিয়ান নাম জানতে পারবেন।

 

লেকচারের ইউটিউব লিঙ্ক

লেকচারের ড্রপবক্স লিঙ্ক

ভিডিও লেসন- , ,

 

সবাই ভালো থাকুন। কোরিয়াতে সবার শপিং খুব খুব ভালো হোক…

(আগামী লেকচারেই কোর্সটি শেষ হবে, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ)

 

Comments

comments

About the author

রিফাত ফারজানা

আমি রিফাত ফারজানা পড়াশোনা করেছি মূলত সমাজবিজ্ঞানের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পড়াকালিন সময়ে মায়ের উৎসাহে ভর্তি হই আধুনিক ভাষা ইন্সটিটিউটের কোরিয়ান ভাষা বিভাগে। তারপর থেকেই কোরিয়ান ভাষার সাথে পথচলা। কোরিয়ার Chonbuk National University থেকে এক বছর মেয়াদী International Fellowship Research Program শেষ করে দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করি। কোরিয়ান ভাষায় উচ্চতর ডিপ্লোমা করি। তারপর যথাক্রমে কয়েকটি কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান এবং কোরিয়ান দূতাবাসের উন্নয়ন শাখায় কাজ করেছি। বর্তমানে একটি ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করছি পথবাসীদের জীবনমান উন্নয়ন নিয়ে। এছাড়াও একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান ভাষার খন্ডকালিন শিক্ষক হিসেবে তালিকাভূক্ত আছি।

Leave a Reply