[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]
নিউরোসায়েন্স লেকচার ৭: ব্রেইনের বেড়ে ওঠা
ব্রেইন ডেভেলপমেন্ট বা ব্রেইনের বেড়ে ওঠা নিউরোবিজ্ঞানের একটি বড় শাখা। আমরা চেষ্টা করবো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সিরিজের লেকচারগুলোতে তুলে আনতে।
এই লেকচারে আলোচনা করেছি:
- ব্রেইন ও নিউরন-জাতীয় কোষের বেড়ে ওঠা
- ব্রেইন ডেভেলপমেন্ট সংক্রান্ত জ্ঞান কেন গুরুত্বপূণ
- নিউরোনের জন্ম এবং ব্রেইনের ‘তার’ জোড়া লাগা
- ভ্রুণের স্তর সমূহ, কোন স্তর থেকে ব্রেইন বা স্নায়ুকোষ সৃষ্টি হয়? এই সৃষ্টিতে ভূমিকা রাখে কোন ধরণের ফ্যাক্টর?
- পরিণতি প্রাপ্তির পর কোন কোষ কোথায় যায়?