«

»

নভে. 19

মাইক্রোসফট এসকিউএল সার্ভার ২০১২ – লেকচার ৪ – প্রয়োজনীয় ফাংশন

[কোর্সের মূল পাতা | নিবন্ধনের লিংক]

 

আজকের লেকচারটিতে আমরা দেখব

১) Different String Function (Len, Left, Right, String Concat, Substring, Replace, Upper,
Lower, Ltrim, Rtrim, Replicate)

২) Different Aggregate Function (Count, Sum, Avg, Min, Max)

৩) Date and Time Function (Datediff, Dateadd, Getdate, Year, Month, Day, Eomonth)

৪) Convert

৫) Round

৬) Case

৭) IIF

৮) Choose

৯) Filtering using TOP

১০) Filtering Data with OFFSET – FETCH

 

স্যাম্পল কোড:

[ Google Doc ]

কোর্সের সিলেবাস

আজ এপর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে জলদি কমেন্টে জানান।

Comments

comments

About the author

হাসান হাবীব

আমি হাসান হাবীব, পেশায় সফটওয়্যার ডেভেলপার। বর্তমানে তানজানিয়াতে একটি উন্নয়ন সংস্থায় কর্মরত আছি। শিখতে এবং শেখাতে ভাল লাগে আমার। আশা করি শিক্ষক.কম এ আমার কোর্সগুলো থেকে আপনারা উপকৃত হবেন।

1 ping

Leave a Reply